আমার দেওয়া গোলাপ, শুকিয়েছে অভিমানে; তোমার ডাইরির ভাঁজে! আমার অনুভূতির, শ্রাদ্ধ সারলে চুপিসারে- রজনীর মালা পরে, সানাইয়ের সুরে। শুভ দ্বিপ্রহর বন্ধুরা❣️ 💫#Swajanrosebg1 💫A challenge by @স্বজন ওপরের ওয়ালপেপারে তোমার মনের মতন কবিতা / টুকরো কথা লিখে ফেলো।💫 🌼 অবশ্যই হ্যাশট্যাগে রেখো #স্বজন 🌼 আর মনে রেখো ওয়ালপেপারটির সৌন্দর্যের সাথে মানানসই যেনো হয় তোমার লেখাটি।