Nojoto: Largest Storytelling Platform

ছোট ছোট চাওয়া-পাওয়াকে অবলীলায় বিসর্জন দিতে

     

ছোট ছোট চাওয়া-পাওয়াকে 
অবলীলায় বিসর্জন দিতে হয়।
ভালো না লাগাকে একটু মানিয়ে
ভালো লগিয়ে নিতে হয়।
অন্যায়ের প্রতিবাদ উচ্চ কন্ঠে করার ইচ্ছেকে
দূরে সরিয়ে নীরব হতে হয়-
কারণ, 'কেউ অধম হলে আমি কেন উত্তম হব না'--
  বিবেকের কাছে এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকি।
তবু, মন জানতে চায়,--
'অধম কি শুধু উত্তম ব্যবহারই পাবে?'
     নিরুত্তর থাকি।
মনের অভিমান হয়।
     সুপ্রভাত বন্ধুরা,
 
আজ তোমাদের দিলাম, আমার প্রিয় গানের একটি লাইন। আমার সাথে #collab করে সম্পূর্ণ করো এই লেখাটি।

#অভিমানে
#yqdada #YourQuoteAndMine
Collaborating with YourQuote Dada
     

ছোট ছোট চাওয়া-পাওয়াকে 
অবলীলায় বিসর্জন দিতে হয়।
ভালো না লাগাকে একটু মানিয়ে
ভালো লগিয়ে নিতে হয়।
অন্যায়ের প্রতিবাদ উচ্চ কন্ঠে করার ইচ্ছেকে
দূরে সরিয়ে নীরব হতে হয়-
কারণ, 'কেউ অধম হলে আমি কেন উত্তম হব না'--
  বিবেকের কাছে এই প্রশ্নের উত্তর দিতে বাধ্য থাকি।
তবু, মন জানতে চায়,--
'অধম কি শুধু উত্তম ব্যবহারই পাবে?'
     নিরুত্তর থাকি।
মনের অভিমান হয়।
     সুপ্রভাত বন্ধুরা,
 
আজ তোমাদের দিলাম, আমার প্রিয় গানের একটি লাইন। আমার সাথে #collab করে সম্পূর্ণ করো এই লেখাটি।

#অভিমানে
#yqdada #YourQuoteAndMine
Collaborating with YourQuote Dada
satabdisen4493

Satabdi Sen

New Creator

সুপ্রভাত বন্ধুরা, আজ তোমাদের দিলাম, আমার প্রিয় গানের একটি লাইন। আমার সাথে #Collab করে সম্পূর্ণ করো এই লেখাটি। #অভিমানে #yqdada #YourQuoteAndMine Collaborating with YourQuote Dada