#সনে# একরাত কালো মেঘ, বলে যায় কিছু, সুদূরের ডাক যেন দিয়ে যায় পিছু পিছু। যত দূর যেতে চাই, চলে যাবো মনে, মেঘেদের ডানায় ডানায় ভর দিয়ে। ওড়ে যাবো অসিমের ওই দূরে দেশে, আবার এসে বলবো, এসেছি ফিরে। হয়ত কথা ছিল কিছু, তোমার সনে, যত মেঘ আছে , ওই নীল আকাশে, তত স্বপ্ন সাজানো আমার মনে, যেন স্বপ্নের বাগান বাড়ি বানিয়েছি আমি নিজে হাতে। সেখানে তুমি থাকবে কি আমার সনে, স্বর্ণলতার, মেঘের মালা, পড়াবো তোমার গলে। জল হয়ে ঝরে যাবে স্বপ্ন যখন, স্বপ্ন দিয়ে, আমি তোমায় সিক্ত করবো তখন। মেঘেদের ফুল আছে, মেঘেদের আছে বাড়ি, তারা সবাই জীবন্ত, আমি বসে কথা শুনি। তাদেরও বেদনা আছে, আছে কান্না। আমার স্বপ্নের সাথে মিশে হয় চুনি পান্না। তারাও জ্বলে ওঠে, আগুনের মতো। তারাও স্বপ্ন দেখে আমার মতন। আজ মেঘের কান্না, আমার কান্না যায় মিলে, ঝরে ঝরে পরি একই আকাশের নিচে, যেন গঙ্গা যুবনা যায় ধরনীর বুকে বয়ে, কার কত ব্যাথা বল, হিসাব রাখে কিসে, যায় শুধু যায়, দুটি পথের সীমারেখা টেনে। আহঃ! তাই বলে তুমি কেঁদো না, তুমি মানবী নারী না হোও, নয় তো মনুষ্য রক্ত, তোমার মাঝে আবার আমি থেকে হয়েছি ভক্ত। ভক্তি আছে, আছে একরাশ প্রেম। ধরনীর বুকে তুমি সেজে হও অনন্য , কি রুপে রঙিন তুমি, কি রুপের মহিমা, কত রঙ, কত সুন্দর, তার ভাষা হয়না। আজও আমি তোমার রুপের বর্ণনা করিতে পারিনা, জানি না, জানি না, তোমাকে জানিনা, যে টুকু জানি, মনের ভাষা কলমে তুলি না কারণ আমি তোমাকে ভালোবেসে কাউকে বলতে পারিনা। #বাপি সরকার# #peace