Nojoto: Largest Storytelling Platform

Black তাজের অন্ধকার। পৃথিবীর সেরা স্থাপত্য ওগো সু

Black তাজের অন্ধকার।

পৃথিবীর সেরা স্থাপত্য ওগো সুন্দরী তুমি
তুমি মুমতাজের স্মৃতি সৌধ তাজ মহল,
তুমিই পৃথিবীর বিক্ষ‍্যাত ভালোবাসার নিদর্শন
এ সৃষ্টির পিতা সম্রাট শাহজাহানের সৌন্দর্যবল।

এ সৃষ্টির চারিদিকে যেমন আলোর রোশনাই
শুধু শাহজাহান মুমতাজ ছাড়া আর কেউ নাই,
অন্ধকার বলে কেন শত পিঞ্জরে বাঁধা শতসুন্দরী
শাহজাহানের কামনা বাসনার প্রতি রাতের তরী।

শুধু নাম কাম আর শিল্পের জীবন পিয়াসায় 
কত যে জীবন সম্পদ হয়েছে সেথা ছাড়খার,
কত বন্দনী নারী,কত তাজের শিল্পী কেঁদে মরে
যমুনার কালো জলে কান্না যত শিল্পীর আত্মার।

©Swapan Dewanji
  #eidmubarak তাদের অন্ধকার।

#eidmubarak তাদের অন্ধকার। #SAD

180 Views