#মেঘবালিকা# ওই মেঘেদের সাথে, যদি দেখা হতো, পাশাপাশি থেকে, তবে বলতাম, এনে দাও আমার তুমি মেঘ বালিকা কে, যার নিয়ে স্বপ্ন আমার, লেখা আছে মোর মনের খাতাতে, যার ছবি এঁকেছি আমি, আমার মনের মতো করে। ওই মেঘেদের সাথে, যদি দেখা হতো, পাশাপাশি থেকে, তবে বলতাম, এনে দাও আমার তুমি মেঘ বালিকা কে। হঠাৎ আমার যেন, ঘুমেরি ঘোরে, কপালে টিক দেয় আসছি বলে, কে সেই, কে, কেউ জানে, আমি জানি শুধু এই মনে মনে, যাকে চেয়েছি, এত কাল, আমার এই হৃদয় জুড়ে। সেই তো আমার মেঘবালিকা,তাকেই খুঁজি চোখেতে আলো নিয়ে। ওই মেঘেদের সাথে, যদি দেখা হতো, পাশাপাশি থেকে। তবে বলতাম, এনে দাও আমায়, তুমি মেঘ বালিকা কে, কোন কাব্যের প্রিয়া সে, কোন কাব্যের দুনিতা স্বরূপ রাজকন্যা, সেখানে খুঁজিলে পাওয়া কি যেতে পারে,একা মন আর মানে না। খুঁজে চলার জীবন, খুঁজে খুঁজে চলি, তাকে শুধু খুঁজি, ওই মেঘেদের সাথে, যদি দেখা হতো, পাশাপাশি থেকে, তবে বলতাম, এনে দাও আমার তুমি মেঘ বালিকা কে। #বাপি সরকার# #RaysOfHope