Nojoto: Largest Storytelling Platform

একবার চেয়ে দেখো, পাবে আমায় নতুন করে, এই মনেতে মানস

একবার চেয়ে দেখো,
পাবে আমায় নতুন করে,
এই মনেতে মানস শিল্পী 
শুধু তোমারই প্রতিমা গড়ে। 
হিয়ায় আজও প্রতি দিনের 
সকল সকাল সাঁঝে,
তোমার নামের আরতির থালা 
যত্ন করে সাজে।
একবারটি চেয়েই দেখো 
এই যে আমার পানে,
আজও আমি পাগল থাকি
শুধুই তোমার টানে ।

©Animesh Mura #welove  
Abdullah Qureshi SakShi Chaudhary Biru B Positive Zarna dayma Aisha
একবার চেয়ে দেখো,
পাবে আমায় নতুন করে,
এই মনেতে মানস শিল্পী 
শুধু তোমারই প্রতিমা গড়ে। 
হিয়ায় আজও প্রতি দিনের 
সকল সকাল সাঁঝে,
তোমার নামের আরতির থালা 
যত্ন করে সাজে।
একবারটি চেয়েই দেখো 
এই যে আমার পানে,
আজও আমি পাগল থাকি
শুধুই তোমার টানে ।

©Animesh Mura #welove  
Abdullah Qureshi SakShi Chaudhary Biru B Positive Zarna dayma Aisha
animeshmura9355

Animesh Mura

New Creator