Nojoto: Largest Storytelling Platform

চাঁদ বুঝি লুকোচুরি খেলছে তোমার সনে তুমি কতোটা ভালো

চাঁদ বুঝি লুকোচুরি খেলছে তোমার সনে
তুমি কতোটা ভালোবাসো দেখছে বাজিয়ে
মেঘ যতই করুক আড়াল ও যে তোমার মনে।
শেষে নিজেই না থাকতে পেরে আসবে ও মাটিতে নেমে। ফটোটা আজকের রাতের। চাঁদ তখন জোছনা মেলে অপূর্ব মাধুরীতে মন ভরেছে আমার। মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে গেলাম যখন তখন সে মেঘের আড়ালে লুকোতে ব্যস্ত। তার এই লুকোচুরি খেলায় মনে গুনগুনিয়ে উঠলো এই কটা লাইন।
আমি সকলের সাথে share করার লোভ সামলাতে পারলাম না।

তাই yq পরিবারের কয়েকজনকে মেনশন করলাম।
নীলাম্বরীচাঁদ 
Srimati Tumpa Nayek
Rahul Starrs
চাঁদ বুঝি লুকোচুরি খেলছে তোমার সনে
তুমি কতোটা ভালোবাসো দেখছে বাজিয়ে
মেঘ যতই করুক আড়াল ও যে তোমার মনে।
শেষে নিজেই না থাকতে পেরে আসবে ও মাটিতে নেমে। ফটোটা আজকের রাতের। চাঁদ তখন জোছনা মেলে অপূর্ব মাধুরীতে মন ভরেছে আমার। মুহূর্তটা ক্যামেরা বন্দি করতে গেলাম যখন তখন সে মেঘের আড়ালে লুকোতে ব্যস্ত। তার এই লুকোচুরি খেলায় মনে গুনগুনিয়ে উঠলো এই কটা লাইন।
আমি সকলের সাথে share করার লোভ সামলাতে পারলাম না।

তাই yq পরিবারের কয়েকজনকে মেনশন করলাম।
নীলাম্বরীচাঁদ 
Srimati Tumpa Nayek
Rahul Starrs