Nojoto: Largest Storytelling Platform

বৃষ্টিধারায় ছুঁয়ে যাই তোমার ঠোঁটের স্পর্শ মাটির স

বৃষ্টিধারায় ছুঁয়ে যাই
তোমার ঠোঁটের স্পর্শ
মাটির সোঁদা গন্ধ বলে 
মন কেমনের গল্প

পরিস্থিতি জটিল বেজায়
জীবনও আজ মৃতপ্রায়
তবু ভাদ্রর কর্কশ দুপুরে, 
কালোমেঘ আশার বাণী 
লিখে যায়

তেমনই কোনো প্রাণোচ্ছল দিনে
দেখা হবে মোদের দুজনার
বিমর্ষ বাস্তবের বেড়াজাল ছিঁড়ে
ঘর বাঁধবো খুশির আঙিনায়। #nojoto #nojotobengali #Bengali_poem #rainyday #lovedone #Rainthoughts #RomanticPoem
বৃষ্টিধারায় ছুঁয়ে যাই
তোমার ঠোঁটের স্পর্শ
মাটির সোঁদা গন্ধ বলে 
মন কেমনের গল্প

পরিস্থিতি জটিল বেজায়
জীবনও আজ মৃতপ্রায়
তবু ভাদ্রর কর্কশ দুপুরে, 
কালোমেঘ আশার বাণী 
লিখে যায়

তেমনই কোনো প্রাণোচ্ছল দিনে
দেখা হবে মোদের দুজনার
বিমর্ষ বাস্তবের বেড়াজাল ছিঁড়ে
ঘর বাঁধবো খুশির আঙিনায়। #nojoto #nojotobengali #Bengali_poem #rainyday #lovedone #Rainthoughts #RomanticPoem
priyankabanerjee7565

Patralika

New Creator