Nojoto: Largest Storytelling Platform

# ভালবাসায় দাবি 🍂 ভালোবাসা দাবি | English Love

ভালবাসায় দাবি 🍂
ভালোবাসা দাবি করা মানুষটাও কতো সহজে অন্যের হাত ধরে সামনে এগিয়ে যায়। কতো কথা, কতো প্রতিশ্রুতি, কতো স্বপ্ন সবই ছিলো এ নাটকের রচিত অংশ মাত্র, আর আমি বোকা হয়ে বারবার সুযোগ দিয়ে যাচ্ছিলাম সম্পর্কটা কে ধরে রাখতে। 
যেখানে পুরো বিষয়টি অভিনয়ে ঘেরা সেখানে ইমোশন মূল্যহীন অধ্যায়। 
সইতে সইতে পরিবর্তনটা এক পর্যায়ে হয়েই যায়, এ পরিবর্তনে সে মানুষ গুলোর ঠাই নেই যারা  আঘাত করে ছেড়ে যায়।  

যে পরিবর্তন নতুন করে গড়তে শেখায়,সে পরিবর্তনের ভাগ অন্য কারো নয়, শুধুই নিজের। ছেড়ে যাওয়া মানুষ ফিরে আসতে চাইলেই কি আর রাখা যায়, যায় না।

💙🥀🖤

ভালবাসায় দাবি 🍂 ভালোবাসা দাবি করা মানুষটাও কতো সহজে অন্যের হাত ধরে সামনে এগিয়ে যায়। কতো কথা, কতো প্রতিশ্রুতি, কতো স্বপ্ন সবই ছিলো এ নাটকের রচিত অংশ মাত্র, আর আমি বোকা হয়ে বারবার সুযোগ দিয়ে যাচ্ছিলাম সম্পর্কটা কে ধরে রাখতে। যেখানে পুরো বিষয়টি অভিনয়ে ঘেরা সেখানে ইমোশন মূল্যহীন অধ্যায়। সইতে সইতে পরিবর্তনটা এক পর্যায়ে হয়েই যায়, এ পরিবর্তনে সে মানুষ গুলোর ঠাই নেই যারা আঘাত করে ছেড়ে যায়। যে পরিবর্তন নতুন করে গড়তে শেখায়,সে পরিবর্তনের ভাগ অন্য কারো নয়, শুধুই নিজের। ছেড়ে যাওয়া মানুষ ফিরে আসতে চাইলেই কি আর রাখা যায়, যায় না। 💙🥀🖤 #Love #kunalchandarjk #jonakiderthikana #rjkhomeproduction #rjkshorts #raterjonakikunalrjk

72 Views