Nojoto: Largest Storytelling Platform

Key to Happiness মনখারাপ শোভনার। এত বড় দুর্গাপুজো

Key to Happiness মনখারাপ শোভনার। এত বড় দুর্গাপুজো আর বাড়িতে প্রাণী বলতে দুই বুড়ো বুড়ি। একমাত্র ছেলে আবীর মেয়ে বউ নিয়ে থাকে জার্মানি। সে নামী অফিসের দামি অফিসার। সাফ জানিয়ে দিয়েছে 'পুজোয় আসছি না।' সেসব নিয়ে অবশ্য ওর বাবার কোনও মাথাব্যথা নেই। হাঁটুর বয়েসী ছেলেগুলোর সাথে হৈহৈ করে পুজো নিয়ে দিব্যি মেতে আছে। আজ সকালে আবার কুমারটুলী গেলো ঠাকুর আনতে। বুড়ো বয়েসের ভীমরতি। দিন দিন বয়েস যেন কমছে...

কলিং বেলের শব্দে দরজা খোলে শোভনা। চমকে ওঠে। স্বপ্ন দেখছে না তো সে! নিজের গায়ে চিমটি কাটে। নাঃ, জেগেই আছে। সম্বিৎ ফেরে স্বামীর কথায়।
"বলি বোকার মতো দাঁড়িয়ে থাকবে নাকি উলু দিয়ে বরণ করবে। সক্কালবেলা বেড়িয়েছি কি এমনি এমনি!
এই নাও তোমার উমা।"
দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মানুষটার কথাগুলো কানে যায়না শোভনার।
দুচোখে জল ভরে আসে। হাত বাড়ায় তাঁর আদরের নাতনি'কে কোলে নেওয়ার জন্য... # সুখ
Key to Happiness মনখারাপ শোভনার। এত বড় দুর্গাপুজো আর বাড়িতে প্রাণী বলতে দুই বুড়ো বুড়ি। একমাত্র ছেলে আবীর মেয়ে বউ নিয়ে থাকে জার্মানি। সে নামী অফিসের দামি অফিসার। সাফ জানিয়ে দিয়েছে 'পুজোয় আসছি না।' সেসব নিয়ে অবশ্য ওর বাবার কোনও মাথাব্যথা নেই। হাঁটুর বয়েসী ছেলেগুলোর সাথে হৈহৈ করে পুজো নিয়ে দিব্যি মেতে আছে। আজ সকালে আবার কুমারটুলী গেলো ঠাকুর আনতে। বুড়ো বয়েসের ভীমরতি। দিন দিন বয়েস যেন কমছে...

কলিং বেলের শব্দে দরজা খোলে শোভনা। চমকে ওঠে। স্বপ্ন দেখছে না তো সে! নিজের গায়ে চিমটি কাটে। নাঃ, জেগেই আছে। সম্বিৎ ফেরে স্বামীর কথায়।
"বলি বোকার মতো দাঁড়িয়ে থাকবে নাকি উলু দিয়ে বরণ করবে। সক্কালবেলা বেড়িয়েছি কি এমনি এমনি!
এই নাও তোমার উমা।"
দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মানুষটার কথাগুলো কানে যায়না শোভনার।
দুচোখে জল ভরে আসে। হাত বাড়ায় তাঁর আদরের নাতনি'কে কোলে নেওয়ার জন্য... # সুখ

# সুখ #story