Nojoto: Largest Storytelling Platform

**বামাচরণ** নিপাট ভালোমানুষ গামছা ব্যবসায়ী বামাচর

**বামাচরণ**

নিপাট ভালোমানুষ গামছা ব্যবসায়ী বামাচরণ হাটবারে হাটে গিয়ে ইস্তক আর গ্রামে ফিরল না। দুই দিন অপেক্ষার পর থানা পুলিশ, কপাল চাপড়ে কান্নাকাটি করে তার সুন্দরী নব-বিবাহিতা বউ ভারী অসুস্থ হয়ে পড়লে, গ্রামের মাতব্বর অর্থপিশাচ সরকার মশাই বামার বৌয়ের চিকিৎসার ভার নিজের কাঁধে তুলে নিলেন। 
এক রাতে... ঘুমের ঘোরে আচম্বিত ভেজা ভেজা স্পর্শে; শ্বাস রোধ হবার উপক্রমে সরকার বাবুর গভীর নিদ্রায় ব্যাঘাত ঘটলো; তিনি চমকে উঠে দেখলেন জিঘাংসা পূর্ণ-রক্ত শূন্য চাহনী মেলে মাগুর মাছের কামড়ে ক্ষত-বিক্ষত, আধ পচা ফুলে ঢোল হওয়া শরীরে বামাচরণ তাঁর বুকের ওপর চেপে বসে জলে ভেজা দুই হাতের বজ্র আঁটুনিতে তাঁর কন্ঠ-নালী চেপে ধরেছে উন্মত্ত আক্রোশে ।

©Tathagata Banerjee #Stories
#Haunted
#পিশাচ
#ভূতেরগল্প
#Ghosts
#bengalistory
#hauntednights
#Fear
**বামাচরণ**

নিপাট ভালোমানুষ গামছা ব্যবসায়ী বামাচরণ হাটবারে হাটে গিয়ে ইস্তক আর গ্রামে ফিরল না। দুই দিন অপেক্ষার পর থানা পুলিশ, কপাল চাপড়ে কান্নাকাটি করে তার সুন্দরী নব-বিবাহিতা বউ ভারী অসুস্থ হয়ে পড়লে, গ্রামের মাতব্বর অর্থপিশাচ সরকার মশাই বামার বৌয়ের চিকিৎসার ভার নিজের কাঁধে তুলে নিলেন। 
এক রাতে... ঘুমের ঘোরে আচম্বিত ভেজা ভেজা স্পর্শে; শ্বাস রোধ হবার উপক্রমে সরকার বাবুর গভীর নিদ্রায় ব্যাঘাত ঘটলো; তিনি চমকে উঠে দেখলেন জিঘাংসা পূর্ণ-রক্ত শূন্য চাহনী মেলে মাগুর মাছের কামড়ে ক্ষত-বিক্ষত, আধ পচা ফুলে ঢোল হওয়া শরীরে বামাচরণ তাঁর বুকের ওপর চেপে বসে জলে ভেজা দুই হাতের বজ্র আঁটুনিতে তাঁর কন্ঠ-নালী চেপে ধরেছে উন্মত্ত আক্রোশে ।

©Tathagata Banerjee #Stories
#Haunted
#পিশাচ
#ভূতেরগল্প
#Ghosts
#bengalistory
#hauntednights
#Fear