Nojoto: Largest Storytelling Platform

বৃষ্টি,আমি পথ হারালাম; আমার চরাচর ঝাপসা,অতীত-- বাঁ

বৃষ্টি,আমি পথ হারালাম;
আমার চরাচর ঝাপসা,অতীত--
বাঁধ ভাঙা জল,প্রবাহিত বর্তমান,
বৃষ্টি,আমার প্রেমিক,সে তো প্রেমিক নয়,
ও যে আমারই সন্তান;

সে আমার বুক থেকে অবিরত শুষে চলে
ফোঁটাফোঁটা গাঢ় সাদা পবিত্রতা,
বৃষ্টি,মেঘে মেঘে মেঘে গড়ালো যে বেলা
বলো--সে কি আমার অভিমানের নীরবতা !
নাকি ফুঁফিয়ে কেঁদে উঠা তার পায়ে পড়ে,
বৃষ্টি,এ অসময়ে কেনই বা চৌকাঠ ভেজালে
দুব্বো-ঘাস গজায়,আমার কিশোরী শরীর জুড়ে | #কিশোরী#আধুনিক কবিতা#
বৃষ্টি,আমি পথ হারালাম;
আমার চরাচর ঝাপসা,অতীত--
বাঁধ ভাঙা জল,প্রবাহিত বর্তমান,
বৃষ্টি,আমার প্রেমিক,সে তো প্রেমিক নয়,
ও যে আমারই সন্তান;

সে আমার বুক থেকে অবিরত শুষে চলে
ফোঁটাফোঁটা গাঢ় সাদা পবিত্রতা,
বৃষ্টি,মেঘে মেঘে মেঘে গড়ালো যে বেলা
বলো--সে কি আমার অভিমানের নীরবতা !
নাকি ফুঁফিয়ে কেঁদে উঠা তার পায়ে পড়ে,
বৃষ্টি,এ অসময়ে কেনই বা চৌকাঠ ভেজালে
দুব্বো-ঘাস গজায়,আমার কিশোরী শরীর জুড়ে | #কিশোরী#আধুনিক কবিতা#
jayantaroy2876

Jayanta Roy

New Creator

#কিশোরী#আধুনিক কবিতা#