এ বৃষ্টি মনকেমন, বাজের শব্দে ঘুমের ভাঙন, কচু পাতায় জল টলমল, নাকি আমার মন? কালো গোলাপ আকাশ হলো, কালি তো আমিও! আকাশের আজ যোগ্য প্রেমিকা, আমায় মানাবে না কেনো? দুচার খানা লিখবো গান, কালোয় মজে বাঁধব আমার জীবন-মরণ, ভালোবেসে গাইব গান, শুনবে তো প্রেমিক সারাক্ষণ? #এবৃষ্টিমনকেমন #yqdada #chellenge #poem #bestyqbengaliquotes #yqdada #yqbaba