Nojoto: Largest Storytelling Platform

ঘড়ির কাঁটা পেড়িয়ে গেছে রাত বারোটা তবু আসছে না ঘ

ঘড়ির কাঁটা পেড়িয়ে গেছে রাত বারোটা তবু আসছে না ঘুমের রানী
অনেক দিন পর সেই আগের মতই মা ছেলের হাজার কাহিনী।
আগে ছিল অন্যরকম গল্প বলতো মা আর ছেলে শুধু শুনতো শুয়ে
এখন পাল্টে গেছে নিয়মটা ছেলে বলে আর মা শোনে অবাক-বিস্ময়ে।
মায়ের গল্পের ত্রুটিগুলো ছেলে এখন আবিষ্কার করে
ভুল সুরে গান গাইলে ছেলে ভীষন রাগ করে।
মায়ের যা জানা ছিল সব দিয়েছে বমি করে
বিজ্ঞান অনেক এগিয়ে গেছে ছেলের কাছে শিখছে তাই নতুন করে।
সাগরের গল্প বলেছিল মা কিছুটা কল্পনা কিছুটা বই পড়ে
ডুবুরী হয়ে ছেলে এখন নতুনকে খোঁজার চেষ্টা করে।
ঝিঁঝিঁ পোকারা ডেকেই চলেছে ঘুম আসছে না দুজনেরাই
নাক ডাকার শব্দ পাশে একজন ঘুমিয়ে আছে সংকেত তারই।
ছেলের পড়াশোনার চাপ খুবই তাই সারাদিন সে একাই থাকে
দুপুরেও সে ঘুমায় না এখন রাতেরবেলা শোবার সময় চাই মাকে।
হাত বোলাতে আর দেয়না গায়ে খুব দৈবাৎ মাথা ধরলে
তখন কাছে সরে এসে কপালটা টিপে দিতে বলে।
মা যদি নিজের শরীরের অযত্ন করে ছেলে ভীষন যায় রেগে
সতেরো বছর বয়েস হলো তবু ছেলেবেলার গন্ধটা সারাগায়ে আছে লেগে। Shubham Nayek 



#রাতজাগারগল্প 
#দুপুরের_হিজিবিজি 
#বাংলা_কবিতা 
#yqdada
ঘড়ির কাঁটা পেড়িয়ে গেছে রাত বারোটা তবু আসছে না ঘুমের রানী
অনেক দিন পর সেই আগের মতই মা ছেলের হাজার কাহিনী।
আগে ছিল অন্যরকম গল্প বলতো মা আর ছেলে শুধু শুনতো শুয়ে
এখন পাল্টে গেছে নিয়মটা ছেলে বলে আর মা শোনে অবাক-বিস্ময়ে।
মায়ের গল্পের ত্রুটিগুলো ছেলে এখন আবিষ্কার করে
ভুল সুরে গান গাইলে ছেলে ভীষন রাগ করে।
মায়ের যা জানা ছিল সব দিয়েছে বমি করে
বিজ্ঞান অনেক এগিয়ে গেছে ছেলের কাছে শিখছে তাই নতুন করে।
সাগরের গল্প বলেছিল মা কিছুটা কল্পনা কিছুটা বই পড়ে
ডুবুরী হয়ে ছেলে এখন নতুনকে খোঁজার চেষ্টা করে।
ঝিঁঝিঁ পোকারা ডেকেই চলেছে ঘুম আসছে না দুজনেরাই
নাক ডাকার শব্দ পাশে একজন ঘুমিয়ে আছে সংকেত তারই।
ছেলের পড়াশোনার চাপ খুবই তাই সারাদিন সে একাই থাকে
দুপুরেও সে ঘুমায় না এখন রাতেরবেলা শোবার সময় চাই মাকে।
হাত বোলাতে আর দেয়না গায়ে খুব দৈবাৎ মাথা ধরলে
তখন কাছে সরে এসে কপালটা টিপে দিতে বলে।
মা যদি নিজের শরীরের অযত্ন করে ছেলে ভীষন যায় রেগে
সতেরো বছর বয়েস হলো তবু ছেলেবেলার গন্ধটা সারাগায়ে আছে লেগে। Shubham Nayek 



#রাতজাগারগল্প 
#দুপুরের_হিজিবিজি 
#বাংলা_কবিতা 
#yqdada