Nojoto: Largest Storytelling Platform

Holi is a popular and significant Hindu festival c

Holi is a popular and significant Hindu festival celebrated as the Festival of Colours, Love, and Spring. 

ঋতু

নেই তুমি চোখেতে তবু আছ এ অন্তরেতে,
ঘৃনা- অপমানে পাঁকে, পদ্ম সৃজনেতে মেতে। 
পুরুষ অবয়বে নারী, রাবীন্দ্রিকের পূজারী, 
সুরহীন কণ্ঠে তবু,সুরধার হৃদয়বিহারী।
পুরস্কার তুচ্ছ সবই, তোমার কৃতিত্বের কাছে,
জীবনস্মৃতি এমন হয়?রবির ঋতু এত কাছে!
মৃত্যু নেই তোমার, মৃত্যুধামেও রচিছ মায়া,
আজও বসে ওখানেতে, কায়াহীন ঋতুছায়া।।

©Udayan Dutta (শ্রীসূক্ত উদয়ন)
  #holi2024