Nojoto: Largest Storytelling Platform

অঘটন কচি ঘাসের শিশিরের ফাঁক খুঁ

           অঘটন 

      কচি ঘাসের শিশিরের ফাঁক খুঁজে নেয় ,
         আহত পায়ের পাতা ,
          হাতের রেখা আলতো ভাবে ওজন বসায় 
        ঘাম মুছে ঘাসের গায়ে ফেলছে এক দু ফোটা
        একটা আধবোজা ফুল , আঙ্গুলে পরিয়ে 
        হাঁটু গেড়ে ভাটিয়ালি শুনিয়েছিল , বনরাজ 
          তার কথায় ঘিরে ধরেছে , চকচকে জোনাকি 
        নীল মনির কালো ছায়ায় , আমার মুখ উজ্জ্বল
       বন্ধ চোখেই বিন্দু আঁকছে, উলঙ্গ হাতের আঙ্গুল 
        এখানে বন্ধ চোখে সবটাই স্পষ্ট দেখা যায় 
        ফুলে রেনুর ফাঁকে প্রজাপতি আঁকা থাকে 
          চোখের সামনেই রং তুলি ডানা খোলে
        তারা হারিয়ে যায় ,আঁধার ছেড়ে বহুদূর
         কোনো ক্ষনেই আলোর দেখা পায়না 
          মধ্যরাতে মাটির গন্ধ ভিজিয়ে বেড়ায় বৃষ্টি
         কাল যা হবে হয়ে যাক নাহয় 
          গাছের গুড়ি শুকনো কাঠের কর গুনছে আবার।
           এই মহাকাল অঘটন ঘটিয়ে নিস্তার পেয়ে যায়
         আঙ্গুল ছাড়িয়েও কটা কর জুড়ে যায় ,
                             ওটাও ভাবার । #বাংলা_কবিতা #yqdada #longtimeback #ভালোবাসি #goodmorning
           অঘটন 

      কচি ঘাসের শিশিরের ফাঁক খুঁজে নেয় ,
         আহত পায়ের পাতা ,
          হাতের রেখা আলতো ভাবে ওজন বসায় 
        ঘাম মুছে ঘাসের গায়ে ফেলছে এক দু ফোটা
        একটা আধবোজা ফুল , আঙ্গুলে পরিয়ে 
        হাঁটু গেড়ে ভাটিয়ালি শুনিয়েছিল , বনরাজ 
          তার কথায় ঘিরে ধরেছে , চকচকে জোনাকি 
        নীল মনির কালো ছায়ায় , আমার মুখ উজ্জ্বল
       বন্ধ চোখেই বিন্দু আঁকছে, উলঙ্গ হাতের আঙ্গুল 
        এখানে বন্ধ চোখে সবটাই স্পষ্ট দেখা যায় 
        ফুলে রেনুর ফাঁকে প্রজাপতি আঁকা থাকে 
          চোখের সামনেই রং তুলি ডানা খোলে
        তারা হারিয়ে যায় ,আঁধার ছেড়ে বহুদূর
         কোনো ক্ষনেই আলোর দেখা পায়না 
          মধ্যরাতে মাটির গন্ধ ভিজিয়ে বেড়ায় বৃষ্টি
         কাল যা হবে হয়ে যাক নাহয় 
          গাছের গুড়ি শুকনো কাঠের কর গুনছে আবার।
           এই মহাকাল অঘটন ঘটিয়ে নিস্তার পেয়ে যায়
         আঙ্গুল ছাড়িয়েও কটা কর জুড়ে যায় ,
                             ওটাও ভাবার । #বাংলা_কবিতা #yqdada #longtimeback #ভালোবাসি #goodmorning