Nojoto: Largest Storytelling Platform

সব স্নেহের সম্পর্কের অবনতি ঘটেছে একটু একটু করে কো

সব স্নেহের সম্পর্কের অবনতি ঘটেছে 
একটু একটু করে
কোথাও যেনো স্পর্শের ছোঁয়াটুকু নেই,
নেই সেই আগের মতো ভালোবাসা,
আছে শুধুই একে অপরের উপর
নিজেকে টেক্কা দিয়ে
কে কতোটা উপরে উঠতে পারে..
চলছে যেনো 
শুধুই ভুল বোঝা_বুঝির প্রতিযোগিতা
সব হয়তো একদিন শেষ হয়ে যাবে
যখন আমাদের ক্লান্ত শরীর হবে 
একদিন স্রষ্টার কাছে বিলীন
হয়তো হারিয়ে যাবো
আমিও সেই না ফেরার দেশে
রাখবে না  
আর মনে কেউ কাউকে
 সব কষ্টের 
সেই দিনই হবে শেষ পরিণতি
রাখবে না আর মনে কেউ
 চাইছি 
আমি হারাতে সেই অচেনা অজানা দেশে
চাইনা আর ফিরতে
 নিজের পরিচিত
মনের মাঝে হারিয়ে যেতে যায়
যেমন করে হারিয়ে গেছে 
অনেকেই রেখেছে কেউ মনে
ভুলে গেছে হয়তো 
সবাই_ই একটু একটু করে
 সব কিছুর যেনো শেষ অবসান 
ওই চিতার আগুনেতেই
_approkashito_shobdo_

অপ্রকাশিত শব্দ/purnima Dutta Banik #rekationship #story #loved #Life #Instagram #Nojoto #Facebook 
#pyaar
সব স্নেহের সম্পর্কের অবনতি ঘটেছে 
একটু একটু করে
কোথাও যেনো স্পর্শের ছোঁয়াটুকু নেই,
নেই সেই আগের মতো ভালোবাসা,
আছে শুধুই একে অপরের উপর
নিজেকে টেক্কা দিয়ে
কে কতোটা উপরে উঠতে পারে..
চলছে যেনো 
শুধুই ভুল বোঝা_বুঝির প্রতিযোগিতা
সব হয়তো একদিন শেষ হয়ে যাবে
যখন আমাদের ক্লান্ত শরীর হবে 
একদিন স্রষ্টার কাছে বিলীন
হয়তো হারিয়ে যাবো
আমিও সেই না ফেরার দেশে
রাখবে না  
আর মনে কেউ কাউকে
 সব কষ্টের 
সেই দিনই হবে শেষ পরিণতি
রাখবে না আর মনে কেউ
 চাইছি 
আমি হারাতে সেই অচেনা অজানা দেশে
চাইনা আর ফিরতে
 নিজের পরিচিত
মনের মাঝে হারিয়ে যেতে যায়
যেমন করে হারিয়ে গেছে 
অনেকেই রেখেছে কেউ মনে
ভুলে গেছে হয়তো 
সবাই_ই একটু একটু করে
 সব কিছুর যেনো শেষ অবসান 
ওই চিতার আগুনেতেই
_approkashito_shobdo_

অপ্রকাশিত শব্দ/purnima Dutta Banik #rekationship #story #loved #Life #Instagram #Nojoto #Facebook 
#pyaar