Nojoto: Largest Storytelling Platform

তোমার কাছে কি কি আছে বলে দিতে পারো। দেরী ক'রো না আ

তোমার কাছে কি কি আছে
বলে দিতে পারো। দেরী ক'রো না আর!
এ তো অস্ত্রোপচার নয়
যে তোমায় ফালা ফালা করবো!
তুমি বলে দিতে পারো-
মেঘ, রুমাল, আর ভাতের হাঁড়ির কথা

আমাদের ঘুমের ভেতর বেড়াল শুয়ে আছে
বেরিয়ে পড়লে কান্না নিয়ে
দুজনেই দাঁড়িয়ে পড়বো মাথা উঁচিয়ে;
খুবলে খাওয়া চোখে
শিকেয় তোলা স্বপ্নের স্পর্ধায়।

ছুটে আসবে কিছু ধড়ফড়িয়ে
সামনে থেকে তৎক্ষণাৎ
যেন ঘন অন্ধকারে ভালোবেসে 
তীব্র আলোর অসুখ!

কবির চোয়াল, কলিজা, লুকোনো খোয়াব, 
অশরীরী যা কিছু আদিমতর গন্ধ,
বা দুব্বোঘাস। লেখা হয়ে যাবে 
ময়নাতদন্তের আগেভাগেই। #আজগদ্যকবিতা নয়😭 কাল আসা হয়নি এদিক পানে, miss হয়ে গেল । 
#piu_sangita  
#একটা_বাজে_লেখা
তোমার কাছে কি কি আছে
বলে দিতে পারো। দেরী ক'রো না আর!
এ তো অস্ত্রোপচার নয়
যে তোমায় ফালা ফালা করবো!
তুমি বলে দিতে পারো-
মেঘ, রুমাল, আর ভাতের হাঁড়ির কথা

আমাদের ঘুমের ভেতর বেড়াল শুয়ে আছে
বেরিয়ে পড়লে কান্না নিয়ে
দুজনেই দাঁড়িয়ে পড়বো মাথা উঁচিয়ে;
খুবলে খাওয়া চোখে
শিকেয় তোলা স্বপ্নের স্পর্ধায়।

ছুটে আসবে কিছু ধড়ফড়িয়ে
সামনে থেকে তৎক্ষণাৎ
যেন ঘন অন্ধকারে ভালোবেসে 
তীব্র আলোর অসুখ!

কবির চোয়াল, কলিজা, লুকোনো খোয়াব, 
অশরীরী যা কিছু আদিমতর গন্ধ,
বা দুব্বোঘাস। লেখা হয়ে যাবে 
ময়নাতদন্তের আগেভাগেই। #আজগদ্যকবিতা নয়😭 কাল আসা হয়নি এদিক পানে, miss হয়ে গেল । 
#piu_sangita  
#একটা_বাজে_লেখা
sangitasaha5698

Sangita Saha

New Creator