তোমায় নিয়ে যদি একটি কবিতা লিখতে পারতাম, আস্ত একটা সুখ আঁকতাম সমগ্র নীল আকাশ জুড়ে; রূপকথা না, বাস্তব অবয়ব থাকতো কবিতার অঙ্গ ঘিরে, আর তোমার ঐ সপ্তর্ষিমন্ডল- আকাশ হতো চার নয়নের, কবিতা না, আমার সকল অক্ষর- শুধু গল্প হতো ভালোবাসার- তোমার আমার আমাদের; কখনো বা চাতকের কণ্ঠ জুড়ে পিপাসা- রসদ জোগাতো কবিতায় বৃষ্টি হেনে, তবুও লেখা হয়নি কখনো- অনবদ্য সাক্ষী করে- কবিতা তোমার নামে; হয়তো তুমি মিলিয়ে যাবে বলে- শব্দ গুলো ভিজে যেতেই .. - সুনন্দা বন্ধুরা, আজ আমার সাথে #collab করে সম্পূর্ণ করো এই লেখাটি। #তোমায়নিয়েযদিএকটাকবিতা #yqdada #YourQuoteAndMine Collaborating with YourQuote Dada