সকাল হলেও রাত্রি যেনো এখনও ঘনিয়ে আছে ঘন কুয়াশার চাদরে, শিব যেনো আজ খুশির মেজাজে সবার পুজো পড়বে আজ তার চরণে, সবকিছু ফেলে আধুনিক নারীরা সব ব্রতের পালনে মনোযোগী হয়ে বসে আছে রাশি রাশি পার্বতী মন্দিরে, সময় গুনছে তারা প্রহর শেষে শিবো মূলে জল ঢালতে যাবে। শিবের মতো বর পাবে,বাঁধবে সে আমার সাথে ঘর, এই প্রার্থনা আজ করবে সবাই আধুনিক সব আইবুড়ো মেয়ের ঢল। শিব শশ্মানবাসী,শিব ছাইভস্ম মাখে, নেশা ,ভাঙ করে, এই কথা কী সকল আইবুড়ো মেয়েরা জানে? শিব, ভোলানাথ, অল্পেই হয় সন্তুষ্ট আধুনিক নারী,অল্পে হয় দারুন ভাবে রুষ্ট। শিব অলস, কাজে নেই মন তার, বর্তমানের তন্বীরা পছন্দ করবে কী, বর বেকার? ভোলানাথ জটাধারী, পড়ে না চুলে চিরুনের আঁচড়, আধুনিক নন্দিনীদের চাই, চুলে জেল লাগানো, স্পাইক করা বর। ভূত, প্রেত, ভৈরব নিয়ে কাটে সময় শশধরের, পার্বতী থাকেন সদাই চিন্তায়। একালের মেয়েরা কী চাইবে? বর বাইরে নন্দী ভৃঙ্গির সঙ্গে দিনকাটিয়ে ফিরবে বাড়িতে ভর সন্ধ্যয়। আমি থাকবো বেজায় আমিত্ব নেশায় পড়ে থাকুক সব। বুজুক ঠেলা ওই উপোষ করে ব্রত করে নিয়ে আসা শিবরাত্রির বর। যারা সেই দক্ষ কন্যা সতীর মত দেবপুত্রের মা হবে তারাই হয় তো কেও কেও শিবের মত বর পাবে। #শিবরাত্রি #আজকের_সমাজ #cinemagraph #yqdada #yqquotes #yqbaba #yqdidi #bengali