এক টুকরো চাঁদের কণা, খোসে পড়ে জানলায় । তুলে নিয়ে ঘর সাজাই , এ ঘোর অমাবস্যায় । জোনাকিরা খেলা করে, কোনো বস্তির আঙিনায় চুপি সাড়ে ঘর সাজায় এ ঘর অমাবস্যায় । লুকিয়ে থাকে মেঘে, প্রেমহীন জোৎস্না ভীতু লাজুক থাকে আড়ালে । প্রশ্ন করছি তোমায় আজ আমি আজ রাতে তুমি আর কি হারালে? (২) --------------- এক টুকরো পরে থাকে রাত জাগা রাস্তায় ধুলো মাখে , শোনে হিজিবিজি কাহিনী । চাঁদ খোজে প্রতি রাতে হারানো হিসেব খোঁজে সাথে তার তারাদের বাহিনী। (২) এক টুকরো চাঁদের কণা, খোসে পড়ে জানলায় । তুলে নিয়ে ঘর সাজাই , এ ঘোর অমাবস্যায় । জোনাকিরা খেলা করে, কোনো বস্তির আঙিনায় চুপি সাড়ে ঘর সাজায় এ ঘর অমাবস্যায় । ©Satanik Sil এক টুকরো চাঁদ #moon #song #lyrics #bengalisong #bengalilyrics #lyricist #Bengali #Bangla