নেশাগ্রস্ত হচ্ছে সব। উষ্ণ চায়ে চুমুক দিলেই, ঘুম যে সেই চলে যায়। কলকাতা আন্তর্জাতিক বইমেলা উপলক্ষে "কলকাতা কলতান" গল্প সংকলনের পরে আবার একটা কবিতা ও গল্প নিয়ে সংকলন প্রকাশ করার ইচ্ছা আছে। তাই আমন্ত্রণ রইলো, ইচ্ছুক ব্যক্তিরা গ্রূপে যুক্ত হবেন। ISBN যুক্ত বই, পাঠককে এক কপি বই কিনে নিতে হবে। গ্রূপে যুক্ত হওয়ার পরে পরবর্তীতে সব জানিয়ে দেওয়া হবে। বইয়ের নাম ঠিক হয়নি তাই এই গ্রূপে, কিভাবে কবে লেখা দেবেন সব এই গ্রূপে বলে দেওয়া হবে। গ্রূপের লিঙ্ক: https://chat.whatsapp.com/KmqAFZqEQpmEdN2RpoKBdW ধন্যবাদ🌼