Nojoto: Largest Storytelling Platform

ফিরতি টিকিট তোমার নামে,আসবেই তুমি এমন তো নয়। মিছিম

ফিরতি টিকিট তোমার নামে,আসবেই তুমি এমন তো নয়।
মিছিমিছি এককাল কাটল অপেক্ষায়!
ফেরার তো পথ নেই আমার,
তবে-এবেলায়,একাই উঠে পড়ি অচিনপুরের ট্রেনে।
কোন কালে যদি আসতে চাও আমার কাছে,
একটিবার চাও যদি জড়িয়ে ধরতে..
বৈশাখীর ঝড়ে,ধুলো হয়ে-
লেপ্টে যাব তোমার গায়ে;
জানবেনা তুমি,অচিনপুর হতে বিনা টিকিটেও আসা যায়। #ফিরতিটিকিটতোমারনামে 
#yqdada
#বাংলা_কবিতা  
#poem 
#yqdada 
#yqdidi 
#yqbaba 
#পারমিতাদে
ফিরতি টিকিট তোমার নামে,আসবেই তুমি এমন তো নয়।
মিছিমিছি এককাল কাটল অপেক্ষায়!
ফেরার তো পথ নেই আমার,
তবে-এবেলায়,একাই উঠে পড়ি অচিনপুরের ট্রেনে।
কোন কালে যদি আসতে চাও আমার কাছে,
একটিবার চাও যদি জড়িয়ে ধরতে..
বৈশাখীর ঝড়ে,ধুলো হয়ে-
লেপ্টে যাব তোমার গায়ে;
জানবেনা তুমি,অচিনপুর হতে বিনা টিকিটেও আসা যায়। #ফিরতিটিকিটতোমারনামে 
#yqdada
#বাংলা_কবিতা  
#poem 
#yqdada 
#yqdidi 
#yqbaba 
#পারমিতাদে