কিছু কিছু ব্যাথা ফিরে ফিরে আসে কিছু কিছু কথার আড়ালে আড়ালে। ভালোলাগা যত জেগেছিল মনে ভেসেছিল গান আকাশে বাতাসে। যাওয়া আসার ভিড়ে তুমি ফিরে গেলে অভিমানী স্মৃতি আর অবহেলা রেখে। রামধনু আজ খুঁজছে রং স্মৃতির কোটরে রংবেরং এর সপ্নগুলো বড়ই ফ্যাকাশে। তুমি আমি যত ফিরে ফিরে আসি কিছু কথা আজও থেকে যায় বাকী। #yourquotedidi #yourquotebaba #yourquote #banglakobita #yourquotedada