Nojoto: Largest Storytelling Platform

এই নির্জন রাত,যেন কয়েকশো শতাব্দীর অভিশাপ, গায়ে লেপ

এই নির্জন রাত,যেন কয়েকশো শতাব্দীর অভিশাপ,
গায়ে লেপে বসে আছে...,
শীত-কাতুরে শহর জুড়ে ঘুমের চাদর,
জোনাকি-আলোয় বসে এক পিশাচ,
সামান্যতম অস্তিত্ব খোঁজে জীবিত প্রেমের....,
আর খোঁজে,মাথার ওপর হারিয়ে যাওয়া স্নেহের আদর।
এখন সে প্রেত-সাধনা করে নির্জনে...
অনাদরে এলোপাথলি বেড়ে ওঠা তার...
জড়শরীরের বুকে বসে তার স্মৃতিবিষ খায়,
তার আজন্ম মৃত্যু-ব্যাথায় মলন দেয় অন্ধকার.......।
সে জানে এই শহর শুধুই অভাবে বাঁচে,
সমুদ্র-গভীরে নেমে কারা যেন রোজ পরমাণু-বোমা বাঁধে,
শয়তানের-দূত,হেঁয়ালি হাসি ভেসে ওঠে,
তারা সমাজেরই দেবতা,অদ্ভুত!
কঙ্কাল-খোটোরে চোখ বেঁকিয়ে ভবিষ্যত দেখে ফেলেছে সে,
চক্ষু-আড়ালে সবুজ মঞ্চের কাঠে ধরছে ভ্রূণ,
ভুতপ্রেত হয়েও প্রেম খুঁজছে তারা,
কলির পরের-ধাপেই ফুটবে বোমা, ভালোবাসা হবে খুন...।।।। আমার রাত কথা বলে☠️💀 :-)⚠️⚠️
ছবি সংগ্রহ pinterest থেকে☠️💀 :-)
#শহরজুড়েঘুমেরচাদর #রূপক_কথা
#আমাররাতকথাবলে #বাংলা 
#মাঝরাতেরটুকরোকথা 
#bestyqbengaliquotes 
#yqdada #bengali
এই নির্জন রাত,যেন কয়েকশো শতাব্দীর অভিশাপ,
গায়ে লেপে বসে আছে...,
শীত-কাতুরে শহর জুড়ে ঘুমের চাদর,
জোনাকি-আলোয় বসে এক পিশাচ,
সামান্যতম অস্তিত্ব খোঁজে জীবিত প্রেমের....,
আর খোঁজে,মাথার ওপর হারিয়ে যাওয়া স্নেহের আদর।
এখন সে প্রেত-সাধনা করে নির্জনে...
অনাদরে এলোপাথলি বেড়ে ওঠা তার...
জড়শরীরের বুকে বসে তার স্মৃতিবিষ খায়,
তার আজন্ম মৃত্যু-ব্যাথায় মলন দেয় অন্ধকার.......।
সে জানে এই শহর শুধুই অভাবে বাঁচে,
সমুদ্র-গভীরে নেমে কারা যেন রোজ পরমাণু-বোমা বাঁধে,
শয়তানের-দূত,হেঁয়ালি হাসি ভেসে ওঠে,
তারা সমাজেরই দেবতা,অদ্ভুত!
কঙ্কাল-খোটোরে চোখ বেঁকিয়ে ভবিষ্যত দেখে ফেলেছে সে,
চক্ষু-আড়ালে সবুজ মঞ্চের কাঠে ধরছে ভ্রূণ,
ভুতপ্রেত হয়েও প্রেম খুঁজছে তারা,
কলির পরের-ধাপেই ফুটবে বোমা, ভালোবাসা হবে খুন...।।।। আমার রাত কথা বলে☠️💀 :-)⚠️⚠️
ছবি সংগ্রহ pinterest থেকে☠️💀 :-)
#শহরজুড়েঘুমেরচাদর #রূপক_কথা
#আমাররাতকথাবলে #বাংলা 
#মাঝরাতেরটুকরোকথা 
#bestyqbengaliquotes 
#yqdada #bengali