Nojoto: Largest Storytelling Platform

অপেক্ষারা--- কৃষ্ণেন্দু পাল অপেক্ষারা নিছক অভিমান

অপেক্ষারা--- কৃষ্ণেন্দু পাল

অপেক্ষারা নিছক অভিমানে;
তুমি চাইলে বাড়তে পারে কথা।
কোয়ারেন্টিন দীর্ঘস্থায়ী ঘুমে,
সুখের ভেতর অনেকখানি ব্যথা। 

এসব কিছু দাগ কাটে না মনে!
লাফিয়ে বাড়ে তোমার নীরবতা। 
মস্ত পাথর বুকের এক কোণে;
চিনতে দেয় না অতল গভীরতা। #অপেক্ষা
অপেক্ষারা--- কৃষ্ণেন্দু পাল

অপেক্ষারা নিছক অভিমানে;
তুমি চাইলে বাড়তে পারে কথা।
কোয়ারেন্টিন দীর্ঘস্থায়ী ঘুমে,
সুখের ভেতর অনেকখানি ব্যথা। 

এসব কিছু দাগ কাটে না মনে!
লাফিয়ে বাড়ে তোমার নীরবতা। 
মস্ত পাথর বুকের এক কোণে;
চিনতে দেয় না অতল গভীরতা। #অপেক্ষা

#অপেক্ষা