Nojoto: Largest Storytelling Platform

#বিধাতা #অঞ্জলী দাশ গুপ্ত বিধাতা এ কেমন তোমার বিধ

#বিধাতা
#অঞ্জলী দাশ গুপ্ত

বিধাতা এ কেমন তোমার বিধান ?
ক্ষুধার জ্বালায় মরছে শুধু প্রাণ !
হাহাকার রূপে খেলছে ধ্বংসের খেলা
হাসির আড়ালে রয়েছে কান্নার জ্বালা।

জ্বলেনি দীপ কেটেছে বহু রাত
অন্নের অভাব তবু পাতিনি হাত,
স্বপ্ন গুলো হারিয়ে গেল যে তখন
বাস্তবতার চিত্র দেখতে পেলাম যখন।

অবুঝ মনকে মিথ্যা সান্তনায় ঢাকি
চোখ বুঝলেই উড়ে যাবে পাখি,
মিথ্যার খেলায় রচিত পৃথিবীর মান
প্রাণ দিয়ে বোঝাবো দিলাম  বলিদান।

রক্ষা করো প্রভু তাকাও মুখটি তুলে
নইলে আসবো না এপথ ভুলে,
রচিত হবে নতুন এক মৃত্যুর কবর
সময় হলে পাবে সর্বনাশের খবর। #চেনা মুখ বদলায় অভিজ্ঞতায়#
#বিধাতা
#অঞ্জলী দাশ গুপ্ত

বিধাতা এ কেমন তোমার বিধান ?
ক্ষুধার জ্বালায় মরছে শুধু প্রাণ !
হাহাকার রূপে খেলছে ধ্বংসের খেলা
হাসির আড়ালে রয়েছে কান্নার জ্বালা।

জ্বলেনি দীপ কেটেছে বহু রাত
অন্নের অভাব তবু পাতিনি হাত,
স্বপ্ন গুলো হারিয়ে গেল যে তখন
বাস্তবতার চিত্র দেখতে পেলাম যখন।

অবুঝ মনকে মিথ্যা সান্তনায় ঢাকি
চোখ বুঝলেই উড়ে যাবে পাখি,
মিথ্যার খেলায় রচিত পৃথিবীর মান
প্রাণ দিয়ে বোঝাবো দিলাম  বলিদান।

রক্ষা করো প্রভু তাকাও মুখটি তুলে
নইলে আসবো না এপথ ভুলে,
রচিত হবে নতুন এক মৃত্যুর কবর
সময় হলে পাবে সর্বনাশের খবর। #চেনা মুখ বদলায় অভিজ্ঞতায়#