Nojoto: Largest Storytelling Platform

জীবনের চরম সত্য কে আমরা কোনোদিন উপেক্ষা করতে পারিন

জীবনের চরম সত্য কে আমরা কোনোদিন উপেক্ষা করতে পারিনা, যেটা ঘটার সেটা আমরা না চাইলেও ঘটবে।সবার সাথে কিছু না কিছু ঘটে।
" এবার দুঃখ এলো সামনে ভালো হবে।"তথাকথিত এই বুলি গুলো আমাদের থেকে বয়সে বড় কতিপয় সম্মানীয় জ্ঞাতিরা,শিক্ষকরা,শুভাকাঙ্ক্ষীরা  বলে থাকেন,কিন্তু দুঃখ যদি সকল সীমাবদ্ধতা কে ছাড়িয়ে যায় এর প্রতিকার কি.?আমরা ভবিষ্যৎ ভাবি, বাঙালির এই একটা প্রবণতা হলো আমরা ভবিষ্যৎ ভেবে আজকের দিনটাকে তুচ্ছ ভাবতে দ্বিধা করিনা।আমার এতে আপত্তি নেয়,আপনি সূদুরপ্রসারী চিন্তা করেন আমার সমস্যা নাই, কিন্তু কালকের দিনটা ২৪ ঘন্টা পর আজ হবে। আজকে যে আমি সংগ্রাম করছি। আজকে দিন টাতে আমার সমস্যাটা যদি চরম হয় তখন কী এসব নীতিবাক্য খাঁটে?
এবার আসি সমাজের কথায়,
। সমাজ কখনো আপনার ভিতরের কথায় গুরুত্ব দেবেনা,সমাজের চাই আপনার যোগ্যতা,আপনার সম্মান।সমাজ এটা কখনো ভেবে দেখবেনা আপনার নিজস্ব একটা সত্তা আছে।
একজন মানুষের পেটে ভাত নাই,তাঁর কি  নীতিবাক্য ভালো লাগে?
এই পুঁজিবাদী দুনিয়ায়
একজন রিকশাওয়ালা সারাদিনের আয় যদি হয় ৩০০ টাকা, তাঁর কি নীতিবাক্য ভালো লাগে?
আমি বলছিনা আমাদের এসব নীতিবাক্য, তথাকথিত ভালো ভালো কথা শুনতে হবেনা।
কিন্তু আমার মনে হয় মধ্যবিত্তের কষ্টের কাছে হার মানে সকল নীতিবাক্য।
তবুও আমরা আশা করি, আবার নতুনভাবে স্বপ্ন দেখি,এইতো জীবন।জীবন থেমে থাকেনা, কিন্তু ভিতরের সত্তা মাঝে মাঝে থেমে যায়,  যেটার সমাধান এই নীতিবাক্য গুলো দিয়ে হয়না।

©Rafat Ahmed #rafat 

#Time
জীবনের চরম সত্য কে আমরা কোনোদিন উপেক্ষা করতে পারিনা, যেটা ঘটার সেটা আমরা না চাইলেও ঘটবে।সবার সাথে কিছু না কিছু ঘটে।
" এবার দুঃখ এলো সামনে ভালো হবে।"তথাকথিত এই বুলি গুলো আমাদের থেকে বয়সে বড় কতিপয় সম্মানীয় জ্ঞাতিরা,শিক্ষকরা,শুভাকাঙ্ক্ষীরা  বলে থাকেন,কিন্তু দুঃখ যদি সকল সীমাবদ্ধতা কে ছাড়িয়ে যায় এর প্রতিকার কি.?আমরা ভবিষ্যৎ ভাবি, বাঙালির এই একটা প্রবণতা হলো আমরা ভবিষ্যৎ ভেবে আজকের দিনটাকে তুচ্ছ ভাবতে দ্বিধা করিনা।আমার এতে আপত্তি নেয়,আপনি সূদুরপ্রসারী চিন্তা করেন আমার সমস্যা নাই, কিন্তু কালকের দিনটা ২৪ ঘন্টা পর আজ হবে। আজকে যে আমি সংগ্রাম করছি। আজকে দিন টাতে আমার সমস্যাটা যদি চরম হয় তখন কী এসব নীতিবাক্য খাঁটে?
এবার আসি সমাজের কথায়,
। সমাজ কখনো আপনার ভিতরের কথায় গুরুত্ব দেবেনা,সমাজের চাই আপনার যোগ্যতা,আপনার সম্মান।সমাজ এটা কখনো ভেবে দেখবেনা আপনার নিজস্ব একটা সত্তা আছে।
একজন মানুষের পেটে ভাত নাই,তাঁর কি  নীতিবাক্য ভালো লাগে?
এই পুঁজিবাদী দুনিয়ায়
একজন রিকশাওয়ালা সারাদিনের আয় যদি হয় ৩০০ টাকা, তাঁর কি নীতিবাক্য ভালো লাগে?
আমি বলছিনা আমাদের এসব নীতিবাক্য, তথাকথিত ভালো ভালো কথা শুনতে হবেনা।
কিন্তু আমার মনে হয় মধ্যবিত্তের কষ্টের কাছে হার মানে সকল নীতিবাক্য।
তবুও আমরা আশা করি, আবার নতুনভাবে স্বপ্ন দেখি,এইতো জীবন।জীবন থেমে থাকেনা, কিন্তু ভিতরের সত্তা মাঝে মাঝে থেমে যায়,  যেটার সমাধান এই নীতিবাক্য গুলো দিয়ে হয়না।

©Rafat Ahmed #rafat 

#Time
rafatahmed4803

Rafat Ahmed

New Creator