Nojoto: Largest Storytelling Platform

গ্রীষ্ম কালে সবার কাছে যেন আশীর্বাদের মত, বর্ষা কা

গ্রীষ্ম কালে সবার কাছে যেন আশীর্বাদের মত,
বর্ষা কালে আবার সবার কাছে ভালোবাসা যত।

বর্ষার শেষে বিদায় বেলায় কষ্ট যেমন,
আবার ফেরত আসার আনন্দ শরৎ কালে তেমন।

শরৎ শেষে মায়ের সাথে ফেরত চলে যাওয়া,
শীতের সকালে কুয়াশার মাঝে আবার খুঁজে পাওয়া।

হ্যাঁ!শীত শেষে মা সরস্বতীর সাথে বিদায় নেয়া,
আবার বসন্তের প্রথম ফোটায় নিজে কে উজাড় করে দেয়া।

আমার জীবনে অসুগ সে মেঘের সাজে,
তাকে নিয়ে বাস হবে আমার স্বপ্নের রাজে।
 মেঘ❤️
#love #bengali #bangla
গ্রীষ্ম কালে সবার কাছে যেন আশীর্বাদের মত,
বর্ষা কালে আবার সবার কাছে ভালোবাসা যত।

বর্ষার শেষে বিদায় বেলায় কষ্ট যেমন,
আবার ফেরত আসার আনন্দ শরৎ কালে তেমন।

শরৎ শেষে মায়ের সাথে ফেরত চলে যাওয়া,
শীতের সকালে কুয়াশার মাঝে আবার খুঁজে পাওয়া।

হ্যাঁ!শীত শেষে মা সরস্বতীর সাথে বিদায় নেয়া,
আবার বসন্তের প্রথম ফোটায় নিজে কে উজাড় করে দেয়া।

আমার জীবনে অসুগ সে মেঘের সাজে,
তাকে নিয়ে বাস হবে আমার স্বপ্নের রাজে।
 মেঘ❤️
#love #bengali #bangla
subhrodalal3676

Subhro Dalal

New Creator