Nojoto: Largest Storytelling Platform

প্রতিবারের মতো এই দীপাবলিতেও সবাই নিজের বাড়ি অনেক

প্রতিবারের মতো এই দীপাবলিতেও সবাই নিজের  বাড়ি অনেক উজ্জ্বল, অনেক আলোকিত করে তুলবে ।।
কিন্তু ক’জনই বা নিজের ভেতরে থাকা সেই নোংরা কালো বর্ণের মনটাকে শেতবর্ণের করে তুলতে সক্ষম হবে !!
নারীকে আজও আমাদের সমাজ তাদের প্রাপ্য সম্মান দিতে পারেনি,
অথচ প্রতিবারের মতো এবারও সব মন্ডপে অনেক ঘটা করে মায়ের পূজো হবে ।
কিন্তু এব্যাপারে আমাদের সমাজ ভুলে যায় যে,
 মা কালীও একজন নারী ।।
সত্যিই আমরা অনেক পিছিয়ে !!! শুভ দীপাবলি ।। ☺ 
Paromita
প্রতিবারের মতো এই দীপাবলিতেও সবাই নিজের  বাড়ি অনেক উজ্জ্বল, অনেক আলোকিত করে তুলবে ।।
কিন্তু ক’জনই বা নিজের ভেতরে থাকা সেই নোংরা কালো বর্ণের মনটাকে শেতবর্ণের করে তুলতে সক্ষম হবে !!
নারীকে আজও আমাদের সমাজ তাদের প্রাপ্য সম্মান দিতে পারেনি,
অথচ প্রতিবারের মতো এবারও সব মন্ডপে অনেক ঘটা করে মায়ের পূজো হবে ।
কিন্তু এব্যাপারে আমাদের সমাজ ভুলে যায় যে,
 মা কালীও একজন নারী ।।
সত্যিই আমরা অনেক পিছিয়ে !!! শুভ দীপাবলি ।। ☺ 
Paromita