Nojoto: Largest Storytelling Platform

আমার আলোয় ভোর হোক, তোর আমার স্মৃতিতে রাত, অন্তরে

আমার আলোয় ভোর হোক, তোর আমার স্মৃতিতে রাত,
অন্তরে থাক আমার স্পর্শ, হাতের ওপর হাত।
দৃষ্টি যেথায় মিলবে তব দিগন্তের শেষে
গোধূলি লগ্নে দাঁড়াবো এসে নববধূর বেশে।
শুভদৃষ্টি শেষে যখন সাতপাক হবে,
সেই স্মৃতি মনের মাঝে চিরকালই রবে।
সবশেষে তুই রাঙাবি সিঁথি লাল সিঁদুর দিয়ে-
লাজুক চোখে দেখবো আমি রক্তিম আভা নিয়ে।
লজ্জাতে মোর নামবে চিবুক ঠেকবে বুকে এসে;
এরপর তো ফুলের ঘর - স্বপ্ন যেথায় মেশে।
নারীত্বের সব অবগুণ্ঠন যাবো আমি ভুলে,
তোর ছোঁয়ায় স্পর্শে আমার হৃদয় উঠবে দুলে।
সমাজের সব আগল বাধা পেরিয়ে যাবো আমি
মিলেমিশে একাকার হবো, সময় ভীষণ দামী।।

- Shree আজ উষ্ণীষ -এর "নিশি কাব্য" - তে রইলো Srijita Shree -এর লেখা কবিতা "সাতপাক"।
তোমরাও তোমাদের শ্রেষ্ঠ লেখাটি পাঠিয়ে দাও উষ্ণীষ -এর ইনস্টাগ্রাম অথবা ফেসবুক মেসেঞ্জারে। আমরা তোমাদের লেখা এই Your Quote প্লাটফর্ম থেকে প্রতিদিন তোমাদের লেখা সবার সামনে তুলে ধরবো।
তাহলে আর দেরি কিসের? তুলে নাও কলম আর লিখতে থাকো সগৌরবে 🖊️👑

সবাই ভালো থেকো।❤️
শুভ রাত্রি।❤️❤️

#উষ্ণীষ #ushnish #নিশিকাব্যে_উষ্ণীষ3
আমার আলোয় ভোর হোক, তোর আমার স্মৃতিতে রাত,
অন্তরে থাক আমার স্পর্শ, হাতের ওপর হাত।
দৃষ্টি যেথায় মিলবে তব দিগন্তের শেষে
গোধূলি লগ্নে দাঁড়াবো এসে নববধূর বেশে।
শুভদৃষ্টি শেষে যখন সাতপাক হবে,
সেই স্মৃতি মনের মাঝে চিরকালই রবে।
সবশেষে তুই রাঙাবি সিঁথি লাল সিঁদুর দিয়ে-
লাজুক চোখে দেখবো আমি রক্তিম আভা নিয়ে।
লজ্জাতে মোর নামবে চিবুক ঠেকবে বুকে এসে;
এরপর তো ফুলের ঘর - স্বপ্ন যেথায় মেশে।
নারীত্বের সব অবগুণ্ঠন যাবো আমি ভুলে,
তোর ছোঁয়ায় স্পর্শে আমার হৃদয় উঠবে দুলে।
সমাজের সব আগল বাধা পেরিয়ে যাবো আমি
মিলেমিশে একাকার হবো, সময় ভীষণ দামী।।

- Shree আজ উষ্ণীষ -এর "নিশি কাব্য" - তে রইলো Srijita Shree -এর লেখা কবিতা "সাতপাক"।
তোমরাও তোমাদের শ্রেষ্ঠ লেখাটি পাঠিয়ে দাও উষ্ণীষ -এর ইনস্টাগ্রাম অথবা ফেসবুক মেসেঞ্জারে। আমরা তোমাদের লেখা এই Your Quote প্লাটফর্ম থেকে প্রতিদিন তোমাদের লেখা সবার সামনে তুলে ধরবো।
তাহলে আর দেরি কিসের? তুলে নাও কলম আর লিখতে থাকো সগৌরবে 🖊️👑

সবাই ভালো থেকো।❤️
শুভ রাত্রি।❤️❤️

#উষ্ণীষ #ushnish #নিশিকাব্যে_উষ্ণীষ3