Nojoto: Largest Storytelling Platform

শুধু তুমি তোমাকেই ভালোবেসেছি শুধু আর তোমা

        শুধু তুমি
তোমাকেই ভালোবেসেছি শুধু 
আর তোমাকেই ভালোবাসবো একথা জেনো;
অন্যদেরও বাসি ভালো আপন করেই
তবু তুমি আমার অনন্য।
দোষ তোমার অনেক আছে
স্বীকার করি কিন্তু মানতে কষ্ট হয়;
তোমার দোষগুলো ঢাকি অন্যদের কাছে
তবুও তুমি নিষ্ঠুর হৃদয়।
তুমি সমুদ্রের গভীরতা মাপতেই পারো
কিন্তু আমাকে মাপতে এসো না;
আমাকে বিলিয়ে দিয়ে বিদায়ের আয়োজন করো?
সেই বিদায় দেখতে আমি আর থাকবো না। #শুধুতুমি #ভালোবাসি #রাতের_হিজিবিজি #রাতের_কবিতা #শ্রীমতীটুম্পা #yqbaba #yqdada
        শুধু তুমি
তোমাকেই ভালোবেসেছি শুধু 
আর তোমাকেই ভালোবাসবো একথা জেনো;
অন্যদেরও বাসি ভালো আপন করেই
তবু তুমি আমার অনন্য।
দোষ তোমার অনেক আছে
স্বীকার করি কিন্তু মানতে কষ্ট হয়;
তোমার দোষগুলো ঢাকি অন্যদের কাছে
তবুও তুমি নিষ্ঠুর হৃদয়।
তুমি সমুদ্রের গভীরতা মাপতেই পারো
কিন্তু আমাকে মাপতে এসো না;
আমাকে বিলিয়ে দিয়ে বিদায়ের আয়োজন করো?
সেই বিদায় দেখতে আমি আর থাকবো না। #শুধুতুমি #ভালোবাসি #রাতের_হিজিবিজি #রাতের_কবিতা #শ্রীমতীটুম্পা #yqbaba #yqdada