Nojoto: Largest Storytelling Platform

কে যেন বলেছিল নিন্দা করবে সামনে আর প্রশংসা পিছনে ত

কে যেন বলেছিল নিন্দা করবে সামনে আর প্রশংসা পিছনে
তাই নিজের ছেলের হাজার ভালো পড়েনা চোখে
অন্য ছেলেদের সামনেই প্রশংসা করি উৎসাহ দেবার কারণে।
এতে আমার রাজপুত্রের রাগ হয় ভারী
সে ভাবে মা তাকে ভালোবাসে না মোটেও
অন্যেরা তার মাকে নিচ্ছে বুঝি কাড়ি।
তাই সে মায়ের উপর খুব অভিমান করে
নিজের ছেলের চেয়ে দরদ তোমার অপরের তরে ‍?
কিন্তু সে তো অবুঝ নয়, জ্ঞান আছে টনটনে
কেউ আমরা পর নই আছি একই দৈবী সূত্রের বন্ধনে।
আর মায়ের ভালোবাসা ভাগ করলেও কমে না কখনো
বরং অনেক ভাইবোন পেয়ে তা শতগুণ বাড়ে জেনো।
যত বাড়বে জানাশোনা তত হবে চেনাজানা
আর এভাবেই বিস্তৃত হবে ভালোবাসার সীমানা।
একই কুটুমবাড়ি ভালো লাগে কি বারবার যেতে
কি সুন্দর যাবো আমরা নতুন ভালোবাসার দেশে।
তারাও সকলে আসবে আমাদের গরীবের কুটিরে
এতে ক্ষতি কি? বরং লাভই হবে আখেরে।
 #রাতের_কবিতা 
#আজেবাজে_লেখা 
#মায়ের_ভালবাসা 
#বাংলা_কবিতা 
#yqdada
কে যেন বলেছিল নিন্দা করবে সামনে আর প্রশংসা পিছনে
তাই নিজের ছেলের হাজার ভালো পড়েনা চোখে
অন্য ছেলেদের সামনেই প্রশংসা করি উৎসাহ দেবার কারণে।
এতে আমার রাজপুত্রের রাগ হয় ভারী
সে ভাবে মা তাকে ভালোবাসে না মোটেও
অন্যেরা তার মাকে নিচ্ছে বুঝি কাড়ি।
তাই সে মায়ের উপর খুব অভিমান করে
নিজের ছেলের চেয়ে দরদ তোমার অপরের তরে ‍?
কিন্তু সে তো অবুঝ নয়, জ্ঞান আছে টনটনে
কেউ আমরা পর নই আছি একই দৈবী সূত্রের বন্ধনে।
আর মায়ের ভালোবাসা ভাগ করলেও কমে না কখনো
বরং অনেক ভাইবোন পেয়ে তা শতগুণ বাড়ে জেনো।
যত বাড়বে জানাশোনা তত হবে চেনাজানা
আর এভাবেই বিস্তৃত হবে ভালোবাসার সীমানা।
একই কুটুমবাড়ি ভালো লাগে কি বারবার যেতে
কি সুন্দর যাবো আমরা নতুন ভালোবাসার দেশে।
তারাও সকলে আসবে আমাদের গরীবের কুটিরে
এতে ক্ষতি কি? বরং লাভই হবে আখেরে।
 #রাতের_কবিতা 
#আজেবাজে_লেখা 
#মায়ের_ভালবাসা 
#বাংলা_কবিতা 
#yqdada

#রাতের_কবিতা #আজেবাজে_লেখা #মায়ের_ভালবাসা #বাংলা_কবিতা #yqdada