হয়তো দেখা হবে হয়তো দেখা হবে দুঃস্বপ্ন পূরণের প্রাক্কালে নয়তো শীত সীমান্তে হাতে হাত রাখার কোন অঙ্গীকার উৎসবে l দেখা হবে নিশ্চয়ই নাম না জানা কোন কালবৈশাখীর উৎপত্তির পূর্ণ লগ্নে l হয়তো দেখা হবে অপ্রকাশিত কোন নিঃসঙ্গ কবিতার জন্মদিনে l হয়তো দেখা হবে বিশেষণহীন ডাক নামে না ডাকার ফিরতি নিশুতি রাতে l হয়তো দেখা হবে মন সঙ্গীর সাথে তার অপছন্দের কোনো স্থানে, তার বিপরীত মানুষটার স্বপ্ন পূরণে l হয়তো দেখা হবে কোন যুগল পাহাড়ের সীমানায় তার নামের শেষ অনুরণনের শব্দে l হয়তো দেখা হবে বনে, কুয়াশার সাদা আস্তরণে, নীলাভ-সবুজ ক্ষেতে, তাকে ভেবে লেখা ছোটগল্পের কলম রাখতে না পারার শেষ বিন্দুতে l হয়তো দেখা হবে প্রতিক্ষনে চোখ মেলে বা চোখ বুঝলে নন-রেম স্লিপ আর রেম স্লিপ এর সন্ধিক্ষণে l হয়তো দেখা হবে নিস্তব্ধ চাউনিকে হাত নেড়ে স্তব্ধ করে বলা কি ভাবছিলে? কিছু না ; বলার স্মৃতি রোমন্থনে l হয়তো দেখা হবে চোখে চোখ না রাখার দীর্ঘ প্রতীক্ষায় মনে মনে l হয়তো দেখা হবে ঝিঁঝি পোকা ডাকা চেনা লাগা কোনো এক কুয়াশা ভরা অচেনা বিকালে ll ©MOSHARAF HOSSAIN MONDAL #fog #Dekha