Nojoto: Largest Storytelling Platform

সবাই কত ভালো কবিতা লেখে,শুধু আমি পারি না ; উপমা, শ

সবাই কত ভালো কবিতা লেখে,শুধু আমি পারি না ;
উপমা, শব্দ রূপকের সমাহারে কী সুন্দর গুছিয়ে উপস্থাপনা সবার ;
আর আমারটা দেখো ম্যাড়ম্যাড়ে অগোছালো
ছন্দহীন বেমক্কা আনাড়ি প্রলাপ যত ;
সবাই কত ভালো ছন্দ মেলায় আবার ছন্দ ভাঙে
ভাঙা গড়ার এক অদ্ভুত উত্থান পতন,
কবিতা থেকে অন্তর্নিহিত এক্সপ্রেশন ঠিকরে আসে
পাঠকের চোখ ঝাপসা হয়, কবিতার আশেপাশে ঘিরে থাকে
অপূর্ব সব ভাবনার অলিখিত বলয় ;
তবু আমারটা কেন নিস্প্রাণ চেতনাহীন বোবা
পাণ্ডুলিপির আখ্যান!
সবাই লেখে, আবেগে আনন্দে ভরপুর প্রেম বিরহ
উদযাপনের উৎসব যেন, কবিতা গান গায়,
উল্লাসে পাখা মেলে, শরতের শুভ্রতায়, বর্ষার
অঝোধারায় হেমন্তের হলুদ ঘাসে, শীতের কুয়াশা
অস্বচ্ছতায় প্রত্যেকের কবিতা রূপে রসে গন্ধে
পরিপূর্ণ, অসম্ভব উচ্চতায় কেমন তরতর করে
বেগবান...
আমি কলম আছড়াই কাগজ স্তুপ করি ডাস্টবিনে
আমার কবিতা নিরস, হীনমন্যতার বেড়াজালে
গজিয়ে ওঠা এলেমেলো লতাঝোপ,বুনো ফুলের মতোই যার অবস্থান | #আমার কবিতা আক্ষেপ
সবাই কত ভালো কবিতা লেখে,শুধু আমি পারি না ;
উপমা, শব্দ রূপকের সমাহারে কী সুন্দর গুছিয়ে উপস্থাপনা সবার ;
আর আমারটা দেখো ম্যাড়ম্যাড়ে অগোছালো
ছন্দহীন বেমক্কা আনাড়ি প্রলাপ যত ;
সবাই কত ভালো ছন্দ মেলায় আবার ছন্দ ভাঙে
ভাঙা গড়ার এক অদ্ভুত উত্থান পতন,
কবিতা থেকে অন্তর্নিহিত এক্সপ্রেশন ঠিকরে আসে
পাঠকের চোখ ঝাপসা হয়, কবিতার আশেপাশে ঘিরে থাকে
অপূর্ব সব ভাবনার অলিখিত বলয় ;
তবু আমারটা কেন নিস্প্রাণ চেতনাহীন বোবা
পাণ্ডুলিপির আখ্যান!
সবাই লেখে, আবেগে আনন্দে ভরপুর প্রেম বিরহ
উদযাপনের উৎসব যেন, কবিতা গান গায়,
উল্লাসে পাখা মেলে, শরতের শুভ্রতায়, বর্ষার
অঝোধারায় হেমন্তের হলুদ ঘাসে, শীতের কুয়াশা
অস্বচ্ছতায় প্রত্যেকের কবিতা রূপে রসে গন্ধে
পরিপূর্ণ, অসম্ভব উচ্চতায় কেমন তরতর করে
বেগবান...
আমি কলম আছড়াই কাগজ স্তুপ করি ডাস্টবিনে
আমার কবিতা নিরস, হীনমন্যতার বেড়াজালে
গজিয়ে ওঠা এলেমেলো লতাঝোপ,বুনো ফুলের মতোই যার অবস্থান | #আমার কবিতা আক্ষেপ
jayantaroy2876

Jayanta Roy

New Creator