Nojoto: Largest Storytelling Platform

দুঃখ কিছুই গোপন রাখিনি সুনন্দা,তোমার কাছে; দেহ অথব

দুঃখ কিছুই গোপন রাখিনি সুনন্দা,তোমার কাছে;
দেহ অথবা মনের সংশ্রবে,যতটা দুঃখ পাথর গলায়;
এতো লুকিয়ে রাখার নয়,সুনন্দা---
কক্ষনই নয় |শেষ বার হাত দুটি চেপেছি,
ততই আলগা হয়ে খসে খসে পড়েছে হৃদয়;
দুঃখ কিন্তু পাওয়ারই ছিলো সুনন্দা,
দুঃখের পাহাড়চূড়ায় একলাই উঠতে হয়....  #দুঃখ#
দুঃখ কিছুই গোপন রাখিনি সুনন্দা,তোমার কাছে;
দেহ অথবা মনের সংশ্রবে,যতটা দুঃখ পাথর গলায়;
এতো লুকিয়ে রাখার নয়,সুনন্দা---
কক্ষনই নয় |শেষ বার হাত দুটি চেপেছি,
ততই আলগা হয়ে খসে খসে পড়েছে হৃদয়;
দুঃখ কিন্তু পাওয়ারই ছিলো সুনন্দা,
দুঃখের পাহাড়চূড়ায় একলাই উঠতে হয়....  #দুঃখ#
jayantaroy2876

Jayanta Roy

New Creator

#দুঃখ#