Nojoto: Largest Storytelling Platform

১ আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা । সরল মানুষ হাটে

১
আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা ।
সরল মানুষ হাটে মাথায় বোঝা ।
রোজ রোজ কত শত ,
প্রেম ব্যাথা আর ক্ষত ।
লাল নীল জল গিলে , 
সব কথা ভুলে যায় ।
আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা ।
সরল মানুষ হাটে মাথায় বোঝা ।

২
আমি পুলিশ হলে তোমার মাথায় বাড়ি ।
ল্যাম্পপোস্ট হলে তুমি রাতের শাড়ি ।
আমি সেফটি হলে তুমি ছুঁচালো পিন ।
তোমার আমার স্বপ্ন লেখে গ্রীন স্ক্রিন ।
ও...... ও...... ও......
তুমি ব্যস্ত ঘরে রাতে করছো মিটিং ,
টেবিলে খুলে এনগেজমেন্ট রিং ।
আমি টেডি বিয়ার কিনে বাড়ি ফিরি ।
এক ঘেয়েমি লাগে এই মার্বেল সিঁড়ি ।
রোজ রোজ কত শত
প্রেম ব্যাথা আর ক্ষত
এক ছোঁয়া বিছানায় 
সব কথা ভুলিয়ে দেয় ।

৩
আমার পকেট মোটা, তুমি গিরগিটি ।
তোমার চোখের তলায় ব্ল্যাক কফি ।
ধুলোর শরীর চায় এক মুঠো ভাত ।
চার পায়ে খিদে মেটাও করে আঘাত ।
ও...... ও...... ও......
আমি বেকার ছেলেটার এক কাপ চা ।
গোল্ড ফ্লেক, পরিবার, নেকু প্রেমিকা ।
তোমার শরীর গেলে গোটা ইনস্টাগ্রাম ।
স্বাধীন ভারত রোজ ঠকে সেলাম ।
রোজ রোজ কত শত
তুমি আমি হচ্ছি গত
একটা চুমু খেতে খেতে
সব কথা ভুলে যায় ।
আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা ।
সরল মানুষ হাটে মাথায় বোঝা ।

©Satanik Sil আমি কাত হয়ে দেখি 
#bengali #bangla #song #Bengali_poem #banglakobita #nojotobangla #nojoto #lyrics 
#lonelynight
১
আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা ।
সরল মানুষ হাটে মাথায় বোঝা ।
রোজ রোজ কত শত ,
প্রেম ব্যাথা আর ক্ষত ।
লাল নীল জল গিলে , 
সব কথা ভুলে যায় ।
আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা ।
সরল মানুষ হাটে মাথায় বোঝা ।

২
আমি পুলিশ হলে তোমার মাথায় বাড়ি ।
ল্যাম্পপোস্ট হলে তুমি রাতের শাড়ি ।
আমি সেফটি হলে তুমি ছুঁচালো পিন ।
তোমার আমার স্বপ্ন লেখে গ্রীন স্ক্রিন ।
ও...... ও...... ও......
তুমি ব্যস্ত ঘরে রাতে করছো মিটিং ,
টেবিলে খুলে এনগেজমেন্ট রিং ।
আমি টেডি বিয়ার কিনে বাড়ি ফিরি ।
এক ঘেয়েমি লাগে এই মার্বেল সিঁড়ি ।
রোজ রোজ কত শত
প্রেম ব্যাথা আর ক্ষত
এক ছোঁয়া বিছানায় 
সব কথা ভুলিয়ে দেয় ।

৩
আমার পকেট মোটা, তুমি গিরগিটি ।
তোমার চোখের তলায় ব্ল্যাক কফি ।
ধুলোর শরীর চায় এক মুঠো ভাত ।
চার পায়ে খিদে মেটাও করে আঘাত ।
ও...... ও...... ও......
আমি বেকার ছেলেটার এক কাপ চা ।
গোল্ড ফ্লেক, পরিবার, নেকু প্রেমিকা ।
তোমার শরীর গেলে গোটা ইনস্টাগ্রাম ।
স্বাধীন ভারত রোজ ঠকে সেলাম ।
রোজ রোজ কত শত
তুমি আমি হচ্ছি গত
একটা চুমু খেতে খেতে
সব কথা ভুলে যায় ।
আমি কাত হয়ে দেখি পৃথিবীটা সোজা ।
সরল মানুষ হাটে মাথায় বোঝা ।

©Satanik Sil আমি কাত হয়ে দেখি 
#bengali #bangla #song #Bengali_poem #banglakobita #nojotobangla #nojoto #lyrics 
#lonelynight
sataniksil2455

Satanik Sil

New Creator