Nojoto: Largest Storytelling Platform

আমি সারাদিন সোস্যাল মিডিয়ায় থাকি গীতা পড়ার ফুরস

আমি সারাদিন সোস্যাল মিডিয়ায় থাকি
গীতা পড়ার ফুরসৎ টুকু পাই না;
আমি অনেক করি লেখালেখি
শুধু কৃষ্ণ নাম একবার লিখি না।
আমি শব্দভাণ্ডার গিলে খাই
যেন আমার লেখা ব্যতিক্রমী হওয়া চাই
যিনি অক্ষরব্রহ্ম পরমানন্দ তাকেই আমি ভুলে যাই।
আমি হাজার ব্যস্ততা আর অজুহাত দেখাই
কৃষ্ণ ভজনার সময় মোটে নাই
যখন ঠুনকো আঘাতে ভেঙে যাবে কাঁচের ঘর
উড়ে যাবে প্রাণপাখি...
তখন হা-হুতাশের অবসরটুকুও নাই!
আমি যার চেতনায় পেয়েছি চেতন
আজ তাকেই হয়েছি বিস্মরণ
ডুব দে রে মন রূপ সাগরে..
কোথায় খুঁজিস বৃন্দাবন? #এমনেরডুবসাঁতার 
#কৃষ্ণপ্রেম 
#শ্রীমতীটুম্পা 
#বাংলা_কবিতা 
#yqdada 
#bestyqbengaliquotes
আমি সারাদিন সোস্যাল মিডিয়ায় থাকি
গীতা পড়ার ফুরসৎ টুকু পাই না;
আমি অনেক করি লেখালেখি
শুধু কৃষ্ণ নাম একবার লিখি না।
আমি শব্দভাণ্ডার গিলে খাই
যেন আমার লেখা ব্যতিক্রমী হওয়া চাই
যিনি অক্ষরব্রহ্ম পরমানন্দ তাকেই আমি ভুলে যাই।
আমি হাজার ব্যস্ততা আর অজুহাত দেখাই
কৃষ্ণ ভজনার সময় মোটে নাই
যখন ঠুনকো আঘাতে ভেঙে যাবে কাঁচের ঘর
উড়ে যাবে প্রাণপাখি...
তখন হা-হুতাশের অবসরটুকুও নাই!
আমি যার চেতনায় পেয়েছি চেতন
আজ তাকেই হয়েছি বিস্মরণ
ডুব দে রে মন রূপ সাগরে..
কোথায় খুঁজিস বৃন্দাবন? #এমনেরডুবসাঁতার 
#কৃষ্ণপ্রেম 
#শ্রীমতীটুম্পা 
#বাংলা_কবিতা 
#yqdada 
#bestyqbengaliquotes

#এমনেরডুবসাঁতার #কৃষ্ণপ্রেম #শ্রীমতীটুম্পা #বাংলা_কবিতা #yqdada #bestyqbengaliquotes