Nojoto: Largest Storytelling Platform

কাঁটাতার ছুঁয়ে উড়ে যায় শীতসন্ধ্যার পাখি; দূর শব্দে

কাঁটাতার ছুঁয়ে উড়ে যায় শীতসন্ধ্যার পাখি;
দূর শব্দে থমকে থাকি,অথবা নিয়ন্ত্রিত শব্দের বিস্মৃতি;
ওই যে উৎস;ছায়াঘন মেঘের পদক্ষেপ---
হাত পেতে মাখি জোৎস্নাপ্রলেপ,নির্ঘুম নীল আলোয়;
কেবল কান্নার মতো ছিঁড়ে ছিঁড়ে গেছে তাল
সে শীতপাখি নিরাশায় আত্মমগ্ন চিরকাল ;
আজও মনে পড়ে ধূসর বিকেল,ধুলোমাখা নির্বাসন--
বেসামাল চোখ নিমজ্জমান,
"স্বপ্ন,স্বপ্ন... স্বপ্ন... শুধু স্বপ্ন দেখে মন" | #স্বপ্ন#
কাঁটাতার ছুঁয়ে উড়ে যায় শীতসন্ধ্যার পাখি;
দূর শব্দে থমকে থাকি,অথবা নিয়ন্ত্রিত শব্দের বিস্মৃতি;
ওই যে উৎস;ছায়াঘন মেঘের পদক্ষেপ---
হাত পেতে মাখি জোৎস্নাপ্রলেপ,নির্ঘুম নীল আলোয়;
কেবল কান্নার মতো ছিঁড়ে ছিঁড়ে গেছে তাল
সে শীতপাখি নিরাশায় আত্মমগ্ন চিরকাল ;
আজও মনে পড়ে ধূসর বিকেল,ধুলোমাখা নির্বাসন--
বেসামাল চোখ নিমজ্জমান,
"স্বপ্ন,স্বপ্ন... স্বপ্ন... শুধু স্বপ্ন দেখে মন" | #স্বপ্ন#
jayantaroy2876

Jayanta Roy

New Creator

#স্বপ্ন#