Nojoto: Largest Storytelling Platform

ওগো মরুপ্রান্তর আর আগুন তুমি জ্বেলো না তোমার দহন জ

ওগো মরুপ্রান্তর আর আগুন তুমি জ্বেলো না
তোমার দহন জ্বালা আমি যে সইতে পারিনা
তোমার মরুদ্যানে নিয়ে আমার আগুন নেভাও
নইলে আমি মূর্ছা যাবো,ওগো তুমি কীতা চাও
তাই সূর্য ওকে আর আগুন তুমি দিও না।

প্রখর সূর্যের তাপে তুমি জ্বলতে থাকো মরু
যেখানে প্রেম ভালোবাসা বলে কিছু জন্মায় না
তবুও তোমার আন্তরিক প্রচেষ্টায় গড়ে ওঠে
মরুদ্যান নামে তোমার গোপন হৃদয়ের বাসনা
সূর্য ওকে,বাঁচাতে দাও আর আগুন জ্বেলোনা। মরুপ্রান্তর।
ওগো মরুপ্রান্তর আর আগুন তুমি জ্বেলো না
তোমার দহন জ্বালা আমি যে সইতে পারিনা
তোমার মরুদ্যানে নিয়ে আমার আগুন নেভাও
নইলে আমি মূর্ছা যাবো,ওগো তুমি কীতা চাও
তাই সূর্য ওকে আর আগুন তুমি দিও না।

প্রখর সূর্যের তাপে তুমি জ্বলতে থাকো মরু
যেখানে প্রেম ভালোবাসা বলে কিছু জন্মায় না
তবুও তোমার আন্তরিক প্রচেষ্টায় গড়ে ওঠে
মরুদ্যান নামে তোমার গোপন হৃদয়ের বাসনা
সূর্য ওকে,বাঁচাতে দাও আর আগুন জ্বেলোনা। মরুপ্রান্তর।