Nojoto: Largest Storytelling Platform

রাতের আঁধার কেটে গেছে কিছু আগে, কিন্তু নিস্তব্ধতা

রাতের আঁধার কেটে গেছে কিছু আগে, 
কিন্তু নিস্তব্ধতা এখনো জেগে আছে।
সূর্য বোধহয় এখনো মাঝ সমুদ্রে 
তার হালকা আভাটা এসেছে ঐ উড়ন্ত মেঘের সাথে ভাব জমাতে।
একজোড়া দম্পতি পক্ষী দ্রুত উড়ে গেল বায়ু কোণে, 
তার পিছনে ধেয়ে আসছে আরও একঝাঁক পাখি।
একটা মৃতপ্রায় পেয়ারা গাছ দাঁড়িয়ে আছে অসহায়ের মতো। 
তার ওপর নাচানাচি করছে দুটো কাঠবিড়ালি।
শুকনো পাতা গুলো ঝমঝমির  মত হয়ে ভঙ্গ করছে নীরবতা।
এক ঝাঁক প্রজাপতি নিরুপায় হয়ে ঘুরে বেড়াচ্ছে ইতস্তত। 
গাছ ভর্তি ফুল আর ফুলের মধু টইটুম্বুর।
কিন্তু ফুল গাছের তলায় পূজারীদের ভিড় 
তাই তারা দূরেই অপেক্ষা করছে।
একটা সুতো কাটা ঘুড়ি তাল গাছের পাতায় ঝুলছে, 
কাল বিকেলে ও হয়তো লক্ষ্যভ্রষ্ট হয়েছে!
মাছওয়ালা সবজিওয়ালা একে একে ভিড় জমাতে শুরু করেছে।
ইতিমধ্যে ঐ বড় টাওয়ারটার মাথায় সূর্যদেব এসে হাজির।
আমারও আর কাব্যি করার সময় নেই,সংসারে মেলা কাজ।
 
আজ একটু তারাতারি ঘুম ভেঙে যাওয়ায় সূর্যোদয়টা দেখতে পেলাম। সমুদ্রে যাওয়ার সুযোগ তো সব সময় হয়না। কিন্তু সূর্যোদয় সর্বত্রই হয়।



#সূর্যোদয় 
#ভোরেরকবিতা 
#আজেবাজে_লেখা
রাতের আঁধার কেটে গেছে কিছু আগে, 
কিন্তু নিস্তব্ধতা এখনো জেগে আছে।
সূর্য বোধহয় এখনো মাঝ সমুদ্রে 
তার হালকা আভাটা এসেছে ঐ উড়ন্ত মেঘের সাথে ভাব জমাতে।
একজোড়া দম্পতি পক্ষী দ্রুত উড়ে গেল বায়ু কোণে, 
তার পিছনে ধেয়ে আসছে আরও একঝাঁক পাখি।
একটা মৃতপ্রায় পেয়ারা গাছ দাঁড়িয়ে আছে অসহায়ের মতো। 
তার ওপর নাচানাচি করছে দুটো কাঠবিড়ালি।
শুকনো পাতা গুলো ঝমঝমির  মত হয়ে ভঙ্গ করছে নীরবতা।
এক ঝাঁক প্রজাপতি নিরুপায় হয়ে ঘুরে বেড়াচ্ছে ইতস্তত। 
গাছ ভর্তি ফুল আর ফুলের মধু টইটুম্বুর।
কিন্তু ফুল গাছের তলায় পূজারীদের ভিড় 
তাই তারা দূরেই অপেক্ষা করছে।
একটা সুতো কাটা ঘুড়ি তাল গাছের পাতায় ঝুলছে, 
কাল বিকেলে ও হয়তো লক্ষ্যভ্রষ্ট হয়েছে!
মাছওয়ালা সবজিওয়ালা একে একে ভিড় জমাতে শুরু করেছে।
ইতিমধ্যে ঐ বড় টাওয়ারটার মাথায় সূর্যদেব এসে হাজির।
আমারও আর কাব্যি করার সময় নেই,সংসারে মেলা কাজ।
 
আজ একটু তারাতারি ঘুম ভেঙে যাওয়ায় সূর্যোদয়টা দেখতে পেলাম। সমুদ্রে যাওয়ার সুযোগ তো সব সময় হয়না। কিন্তু সূর্যোদয় সর্বত্রই হয়।



#সূর্যোদয় 
#ভোরেরকবিতা 
#আজেবাজে_লেখা

আজ একটু তারাতারি ঘুম ভেঙে যাওয়ায় সূর্যোদয়টা দেখতে পেলাম। সমুদ্রে যাওয়ার সুযোগ তো সব সময় হয়না। কিন্তু সূর্যোদয় সর্বত্রই হয়। #সূর্যোদয় #ভোরেরকবিতা #আজেবাজে_লেখা #yqdada