Nojoto: Largest Storytelling Platform

দুঃসাহস দেখিয়ে তোমায় ভালোবেসে ছিলাম , আমি জানতাম

দুঃসাহস দেখিয়ে তোমায় ভালোবেসে ছিলাম ,
আমি জানতাম  তোমাকে ভালোবাসলে দুঃখের পাহাড় জমে যাবে ,
শুনেছি ভালোবাসলে ভয় হারিয়ে যায়, ভালোবাসি বলেই তোমাকে ভালোবেসে ছিলাম ।
আমি নিশ্চিত ছিলাম যে ,তুমি ঐ নীল আকাশের শূন্যে মিলিয়ে যাবে 😒, আমায় ছেড়ে  ফানুস হয়ে উড়বে 😤,

তবু তোমায় ভালোবেসে ছিলাম , 
আমার ভালোবাসা বার বার মরে যায় বলে একটু বাঁচার জন্য তোমার কাছে এসেছিলাম,
তুমি তো বাঁচালে না বরং  আরও পুড়িয়ে দিলে 😒।

   🍁মল্লিকা 🍁 (ভালো লাগলে অবশই সাপোর্ট করবেন)

©Mallika Barman #quots
দুঃসাহস দেখিয়ে তোমায় ভালোবেসে ছিলাম ,
আমি জানতাম  তোমাকে ভালোবাসলে দুঃখের পাহাড় জমে যাবে ,
শুনেছি ভালোবাসলে ভয় হারিয়ে যায়, ভালোবাসি বলেই তোমাকে ভালোবেসে ছিলাম ।
আমি নিশ্চিত ছিলাম যে ,তুমি ঐ নীল আকাশের শূন্যে মিলিয়ে যাবে 😒, আমায় ছেড়ে  ফানুস হয়ে উড়বে 😤,

তবু তোমায় ভালোবেসে ছিলাম , 
আমার ভালোবাসা বার বার মরে যায় বলে একটু বাঁচার জন্য তোমার কাছে এসেছিলাম,
তুমি তো বাঁচালে না বরং  আরও পুড়িয়ে দিলে 😒।

   🍁মল্লিকা 🍁 (ভালো লাগলে অবশই সাপোর্ট করবেন)

©Mallika Barman #quots