Nojoto: Largest Storytelling Platform

অন্ধকার--তুমি মিথ্যে নও, তোমার দেহ থেকে ঠিকরে বের

অন্ধকার--তুমি মিথ্যে নও, 
তোমার দেহ থেকে ঠিকরে বেরোচ্ছে জ্যোতি;আলোয় আলোয় ভাঙছে চেতনার সব রুদ্ধ দ্বার---
মহাশূন্য থেকে গলে গলে পড়ছে গাঢ় নীল রঙ, শুকনো নদীর বুকে আজ ভরা যৌবন, 
অন্ধকার তুমি বিমূর্ত নও, 
ইন্দ্রিয়ের কোনায় কোনায় আজ তোমার স্পষ্ট আবেদন 
যে মায়াবী সত্তা বালিশে মাথা রেখে ঘুমিয়ে গেছে তাকে জাগিয়ে তুলছো তুমি--
ইথার তরঙ্গে তীব্র থেকে তীব্রতর তোমার সংকেত, 
যেন এক নৈসর্গিক সঙ্গীতের অনুরণনে রোমকূপে রোমকূপে উঠছে সাগরের ঢেউ--
অন্ধকার তুমি ভালোবাসার পাশে দুঃখ হয়ে বসে থাকো সারারাত,আমার নগ্ন শরীর ভাসাই তোমার বুকে,তরল হয়ে যাক এই শরীর মিশে যাক তোমার প্রবাহে;
একটু পরেই পৃথিবীতে আবার এক লজ্জার ভোর---
তার আগেই আমাদের মিলিয়ে যেতে হবে শূন্য থেকে শূন্যএর পথে---
সদ্য ঘুম ভাঙা ঐ শুকতারাটার কাছাকাছি.... জীবিকারটানে #আধুনিক কবিতা#
অন্ধকার--তুমি মিথ্যে নও, 
তোমার দেহ থেকে ঠিকরে বেরোচ্ছে জ্যোতি;আলোয় আলোয় ভাঙছে চেতনার সব রুদ্ধ দ্বার---
মহাশূন্য থেকে গলে গলে পড়ছে গাঢ় নীল রঙ, শুকনো নদীর বুকে আজ ভরা যৌবন, 
অন্ধকার তুমি বিমূর্ত নও, 
ইন্দ্রিয়ের কোনায় কোনায় আজ তোমার স্পষ্ট আবেদন 
যে মায়াবী সত্তা বালিশে মাথা রেখে ঘুমিয়ে গেছে তাকে জাগিয়ে তুলছো তুমি--
ইথার তরঙ্গে তীব্র থেকে তীব্রতর তোমার সংকেত, 
যেন এক নৈসর্গিক সঙ্গীতের অনুরণনে রোমকূপে রোমকূপে উঠছে সাগরের ঢেউ--
অন্ধকার তুমি ভালোবাসার পাশে দুঃখ হয়ে বসে থাকো সারারাত,আমার নগ্ন শরীর ভাসাই তোমার বুকে,তরল হয়ে যাক এই শরীর মিশে যাক তোমার প্রবাহে;
একটু পরেই পৃথিবীতে আবার এক লজ্জার ভোর---
তার আগেই আমাদের মিলিয়ে যেতে হবে শূন্য থেকে শূন্যএর পথে---
সদ্য ঘুম ভাঙা ঐ শুকতারাটার কাছাকাছি.... জীবিকারটানে #আধুনিক কবিতা#
jayantaroy2876

Jayanta Roy

New Creator

জীবিকারটানে #আধুনিক কবিতা#