Nojoto: Largest Storytelling Platform

তোমার শাড়ির আঁচলের গন্ধে আমি বিভোর হয়েছিলাম।বৃষ্টি

তোমার শাড়ির আঁচলের গন্ধে আমি বিভোর হয়েছিলাম।বৃষ্টি থেমে গেলে আমিও ধীর পায়ে বাড়ি চলে এলাম।আসার পথে দেখলাম কৃষ্ণচূড়ার তলায় তোমার সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছো তুমি। তুমিও ভিজছিলে এতক্ষণ? ভিজে গিয়ে তোমায় আরো সুন্দর দেখাচ্ছিলো। কিন্তু কেন যে আচমকা থেমে গেল এই বৃষ্টি,আর তুমি ঘরে চলে গেলে। কেন যে ঠিক তক্ষুনি বৃষ্টিটা থেমে গেলো, কেন যে এমন হলো! কিন্তু আমায় পেছনে ফেলে গেলে।তোমার ভালোবাসায় অবশ হয়ে রইলাম আমি।তুমি কি আমায় কিছু বলতে চেয়েছিলে? #paragraph 2
#bengalistory 
#shortstory 
#love
তোমার শাড়ির আঁচলের গন্ধে আমি বিভোর হয়েছিলাম।বৃষ্টি থেমে গেলে আমিও ধীর পায়ে বাড়ি চলে এলাম।আসার পথে দেখলাম কৃষ্ণচূড়ার তলায় তোমার সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছো তুমি। তুমিও ভিজছিলে এতক্ষণ? ভিজে গিয়ে তোমায় আরো সুন্দর দেখাচ্ছিলো। কিন্তু কেন যে আচমকা থেমে গেল এই বৃষ্টি,আর তুমি ঘরে চলে গেলে। কেন যে ঠিক তক্ষুনি বৃষ্টিটা থেমে গেলো, কেন যে এমন হলো! কিন্তু আমায় পেছনে ফেলে গেলে।তোমার ভালোবাসায় অবশ হয়ে রইলাম আমি।তুমি কি আমায় কিছু বলতে চেয়েছিলে? #paragraph 2
#bengalistory 
#shortstory 
#love
taniasarkar4187

Tania Sarkar

New Creator