Nojoto: Largest Storytelling Platform

শুধু তুমি: তুমি আমি, আমি তুমি ছিলাম এক ঠাঁই, জন্ম

শুধু তুমি:
তুমি আমি, আমি তুমি ছিলাম এক ঠাঁই, জন্ম চক্রে ভিন্ন হয়েছি পৃথক আত্মায়।আমাতে তোমার বাস তোমাতে আমি তাই, আপাত ভিন্ন হয়েছি অন্তে পাবো তোমায়।একা তো আর হয় না লীলা সৃষ্টি করলে আমায়, নিজেকে নিয়েই মেতেছি ভুলেছি তোমায়। মনে যখন জন্মায় গভীর অনুরাগ, নিজের মধ্যে খুঁজে পাই তোমার সোহাগ। কদমতলা থেকে যখন আসে বাঁশির সুর, কুল কলঙ্ক সব ভুলে যাই ভুলি স্বামী শ্বশুর। তোমার কাছে ছুটে যাই মিলনাকাঙ্খায় ব্যাকুল, সংসার করি তুচ্ছ জ্ঞান জানি তোমাতে পাবো কুল। সোনার টুকরোর মধ্যে যেমন থাকে সোনার ধর্ম, আমার মধ্যে আছো তুমি বুঝেছি সার মর্ম। তোমার বাঁশি আমার মনে করলো কি জাদু,সে কেবল জানেন জ্ঞানী গুণী সাধু। #রাতের_কবিতা 
#শুধু_তুমি 
#বাঁশিরসুর 
#মিলন_পিয়াসী 
#yqdada 
#পক্ষীরাজ
শুধু তুমি:
তুমি আমি, আমি তুমি ছিলাম এক ঠাঁই, জন্ম চক্রে ভিন্ন হয়েছি পৃথক আত্মায়।আমাতে তোমার বাস তোমাতে আমি তাই, আপাত ভিন্ন হয়েছি অন্তে পাবো তোমায়।একা তো আর হয় না লীলা সৃষ্টি করলে আমায়, নিজেকে নিয়েই মেতেছি ভুলেছি তোমায়। মনে যখন জন্মায় গভীর অনুরাগ, নিজের মধ্যে খুঁজে পাই তোমার সোহাগ। কদমতলা থেকে যখন আসে বাঁশির সুর, কুল কলঙ্ক সব ভুলে যাই ভুলি স্বামী শ্বশুর। তোমার কাছে ছুটে যাই মিলনাকাঙ্খায় ব্যাকুল, সংসার করি তুচ্ছ জ্ঞান জানি তোমাতে পাবো কুল। সোনার টুকরোর মধ্যে যেমন থাকে সোনার ধর্ম, আমার মধ্যে আছো তুমি বুঝেছি সার মর্ম। তোমার বাঁশি আমার মনে করলো কি জাদু,সে কেবল জানেন জ্ঞানী গুণী সাধু। #রাতের_কবিতা 
#শুধু_তুমি 
#বাঁশিরসুর 
#মিলন_পিয়াসী 
#yqdada 
#পক্ষীরাজ