যার কাঁধে মাথা রেখে শান্তির শ্বাস ফেলো, তোমার সুখের-দুঃখের কাহিনিতে গোধূলি পার করো; সে কাঁধ দেওয়ার মানুষটির কখনো তুমিও সাহারা হও.. নিশ্চুপ তার উদাসীন সাঁজে তোমার কাঁধটি বাড়িয়ে দিও। অন্তর ডায়েরি নিয়ে এলো আপনাদের কাছে আজ আবার নতুন ধরনের #collabchallenge ! " দিবসের শেষ প্রহরে।" এই লাইনটার উপর ভিত্তি করে লিখে ফেলুন আপনারা আপনাদের মনের ভাব ।। সময়সীমা কাল সন্ধা ৭ টা পর্যন্ত। সেরা লেখা টা আমদের ফেসবুক পেজে পোস্ট করা হবে এবং সাপ্তাহিক সেরা লেখক কে পুরস্কৃত করা হবে।