Nojoto: Largest Storytelling Platform

একাকীত্ব ----------- ১ ----- তুমি যখন আসো, আমার সা

একাকীত্ব
-----------
১
-----
তুমি যখন আসো,
আমার সামনে এসে দাঁড়াও
মনে হয় তুমি আমার বহু জন্মের চেনা
কৃষ্ণগহ্বর সৃষ্টিরও আগে থেকে

তুমি যখন যাও,
আমার মনে হয়
আমি যেন জন্ম জন্ম একা
ইতিহাস সৃষ্টিরও আগে থেকে।






২

----
আমার একাকীত্বের কোনো মানচিত্র নেই
তুমি যে ভাবে খুশী এসো। Black hole
একাকীত্ব
-----------
১
-----
তুমি যখন আসো,
আমার সামনে এসে দাঁড়াও
মনে হয় তুমি আমার বহু জন্মের চেনা
কৃষ্ণগহ্বর সৃষ্টিরও আগে থেকে

তুমি যখন যাও,
আমার মনে হয়
আমি যেন জন্ম জন্ম একা
ইতিহাস সৃষ্টিরও আগে থেকে।






২

----
আমার একাকীত্বের কোনো মানচিত্র নেই
তুমি যে ভাবে খুশী এসো। Black hole