Nojoto: Largest Storytelling Platform

সিঁথি বরাবর হেঁটে গেছ রোজ। দিন কাল ছাপিয়ে অমরত্বের

সিঁথি বরাবর হেঁটে গেছ রোজ। দিন কাল ছাপিয়ে অমরত্বের আয়ু ছুঁয়ে অনুধাবন করা ছাড়া যে কোনো আবিষ্কারই অপ্রিয় সত্যের; সে'সব বোঝার ক্ষমতা তোমার নেই বলে আমি আজ এত খুশি। শুধু জেনেছো- জলজ চলাচলে মাটির অনুগমণ; ফাটল বুকে ছয় রঙা আকাশ-ক্যাফে; সিঁথি-শরীরে এতো রক্ত ভেসে উঠতে দেখা গেছে একমাত্র সাবালিকার বিবাহ দৃশ্যে। পোস্টার ছেপে গেল চারিদিকে; লুকোচুরি দিন নিয়ে হারালো কোথায় দুপুরের কাঠবেড়ালি? বেলেল্লাপনা? সামান্য আবিষ্কারে ক্ষুণ্ণ যে অমরত্ব, অফ-বিটে প্রেমিকার আয়ু, দানা ছড়িয়ে দিয়ে আসি শ্লেষাত্মক কালি-কাগজে। স্বাক্ষরে।
চলে যাওয়ার বর্ণনায় সুনিপুণ চোখ ডুবিয়ে দেখি শেষ দৃশ্যমান আলতা-পায়। সময় চলে যায় আজীবন, দূত পাঠানোর ভঙ্গিতে। মরশুমী কবিদের ফিরতে হয় অন্য কোনো শীতের দেশে; নিয়মমাফিক কনসার্ট- সর্বাধিক ইল্যুশনে।— % & #এমনিই #কৃষিতা #piu_sangita
সিঁথি বরাবর হেঁটে গেছ রোজ। দিন কাল ছাপিয়ে অমরত্বের আয়ু ছুঁয়ে অনুধাবন করা ছাড়া যে কোনো আবিষ্কারই অপ্রিয় সত্যের; সে'সব বোঝার ক্ষমতা তোমার নেই বলে আমি আজ এত খুশি। শুধু জেনেছো- জলজ চলাচলে মাটির অনুগমণ; ফাটল বুকে ছয় রঙা আকাশ-ক্যাফে; সিঁথি-শরীরে এতো রক্ত ভেসে উঠতে দেখা গেছে একমাত্র সাবালিকার বিবাহ দৃশ্যে। পোস্টার ছেপে গেল চারিদিকে; লুকোচুরি দিন নিয়ে হারালো কোথায় দুপুরের কাঠবেড়ালি? বেলেল্লাপনা? সামান্য আবিষ্কারে ক্ষুণ্ণ যে অমরত্ব, অফ-বিটে প্রেমিকার আয়ু, দানা ছড়িয়ে দিয়ে আসি শ্লেষাত্মক কালি-কাগজে। স্বাক্ষরে।
চলে যাওয়ার বর্ণনায় সুনিপুণ চোখ ডুবিয়ে দেখি শেষ দৃশ্যমান আলতা-পায়। সময় চলে যায় আজীবন, দূত পাঠানোর ভঙ্গিতে। মরশুমী কবিদের ফিরতে হয় অন্য কোনো শীতের দেশে; নিয়মমাফিক কনসার্ট- সর্বাধিক ইল্যুশনে।— % & #এমনিই #কৃষিতা #piu_sangita
sangitasaha5698

Sangita Saha

New Creator

#এমনিই #কৃষিতা #piu_sangita