Nojoto: Largest Storytelling Platform

যখন তখন ছুটে গিয়ে মায়ের আঁচল ধরা মায়ের কপাল জুড

যখন তখন ছুটে গিয়ে মায়ের আঁচল ধরা
মায়ের কপাল জুড়ে সূর্য আঁকা,হাসি মনোহরা।
দুঃস্বপ্নে ভীষন ভয়ে মাকে জড়িয়ে ধরি
দুঃখ বেদনায় মনে মনে মাকেই স্মরণ করি।
মায়ের গায়ের গন্ধ আমি চিনি হাজার ভিড়ে
মায়ের আশীষ সদাই যেন রাখে আমায় ঘিরে।
না বলা যত দুঃখ ব্যাথা বুঝে যান ঠিক মা
মায়ের মতো স্নেহময়ী আর তো হবেনা।
মা বলে ডেকে আমি পাই যে কতটা সুখ
প্রকাশ করার ভাষা নেই, হয়ে যাই যেন মূক।
মা মাগো মা তুমি তোমার তুলনা
আমি যদিবা ভুলি তোমায়, তুমি ভুলোনা। #মা 
#yqbaba #yqdada
যখন তখন ছুটে গিয়ে মায়ের আঁচল ধরা
মায়ের কপাল জুড়ে সূর্য আঁকা,হাসি মনোহরা।
দুঃস্বপ্নে ভীষন ভয়ে মাকে জড়িয়ে ধরি
দুঃখ বেদনায় মনে মনে মাকেই স্মরণ করি।
মায়ের গায়ের গন্ধ আমি চিনি হাজার ভিড়ে
মায়ের আশীষ সদাই যেন রাখে আমায় ঘিরে।
না বলা যত দুঃখ ব্যাথা বুঝে যান ঠিক মা
মায়ের মতো স্নেহময়ী আর তো হবেনা।
মা বলে ডেকে আমি পাই যে কতটা সুখ
প্রকাশ করার ভাষা নেই, হয়ে যাই যেন মূক।
মা মাগো মা তুমি তোমার তুলনা
আমি যদিবা ভুলি তোমায়, তুমি ভুলোনা। #মা 
#yqbaba #yqdada