Nojoto: Largest Storytelling Platform

চার চার চার চার জৈষ্ঠ্যে শীতল বটের ছায়া। ছড়ালো স

চার চার চার চার 

জৈষ্ঠ্যে শীতল বটের ছায়া।
ছড়ালো সে আপন মায়া।
একটু বসো আমার কাছে।
পরে যেও আপন কাজে।

 প্রিয় লেখক বন্ধুরা,

আজ এই র‍্যাপিড ফায়ার কন্টেস্টে তোমাদের জন্য নিয়ে হাজির হলাম চার-চার-চার-চার কবিতা। তোমাদের সৃষ্ট কবিতার কাঠামো হবে এইরকম, কবিতায় থাকবে চারটি লাইন এবং প্রতি লাইনে থাকবে চারটি করে শব্দ। কবিতাটি এককভাবে হবে অর্থপূর্ণ এবং প্রতিটি লাইন হবে স্বয়ংসম্পূর্ণ। উদাহরণ হিসেবে আমার চেষ্টাটি পরে ফেলো।

সময়ে, জলের স্রোত সমান।
বয়ে যায়,বাধাহীন, নিস্তব্ধতায়।
স্মৃতিগুলো রয়ে যায় শুধু।
অফুরন্ত চোখের জল হয়ে।
চার চার চার চার 

জৈষ্ঠ্যে শীতল বটের ছায়া।
ছড়ালো সে আপন মায়া।
একটু বসো আমার কাছে।
পরে যেও আপন কাজে।

 প্রিয় লেখক বন্ধুরা,

আজ এই র‍্যাপিড ফায়ার কন্টেস্টে তোমাদের জন্য নিয়ে হাজির হলাম চার-চার-চার-চার কবিতা। তোমাদের সৃষ্ট কবিতার কাঠামো হবে এইরকম, কবিতায় থাকবে চারটি লাইন এবং প্রতি লাইনে থাকবে চারটি করে শব্দ। কবিতাটি এককভাবে হবে অর্থপূর্ণ এবং প্রতিটি লাইন হবে স্বয়ংসম্পূর্ণ। উদাহরণ হিসেবে আমার চেষ্টাটি পরে ফেলো।

সময়ে, জলের স্রোত সমান।
বয়ে যায়,বাধাহীন, নিস্তব্ধতায়।
স্মৃতিগুলো রয়ে যায় শুধু।
অফুরন্ত চোখের জল হয়ে।